গত সপ্তাহে মাত্র একটি ক্যাবিনেট মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নীতীশ কুমারের বর্তমান মোদি মন্ত্রিসভায় সামিল হতে রাজি না হওয়ার সিদ্ধান্ত ঘিরে এনডিএ-তে অশান্তি, মনকষাকষি চলছে। তার মধ্যেই নতুন মাত্রা যোগ হল গিরিরাজের কটাক্ষে। মাত্র একটি মন্ত্রকে খুশি নন, তাই কেন্দ্রের সরকারে সামিল হবেন না, জানিয়ে দেন নীতীশ। বিহারের ৪০টি লোকসভা আসনের মধ্যে ১৭টি করে লড়ে বিজেপি, জেডি (ইউ)। বাকিগুলি ছেড়ে দেয় ছোট শরিকদের। বিজেপি ১৭টিতেই জেতে, জেডি (ইউ) পায় ১৬টি আসন। বিজেপি একাই ৫৪৩টির মধ্যে ৩০৩টি আসন জেতায় সরকার গড়তে শরিকদের সমর্থন না নিলেও চলে, এই অবস্থায় বিজেপি সভাপতি অমিত শাহ শরিকদের ‘প্রতীকী প্রতিনিধিত্ব’র প্রস্তাব দিলেও নীতীশ মানতে চাননি। প্রকাশ্যেই এতে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এই প্রেক্ষাপটে গিরিরাজের ট্যুইটের বিরোধিতা করে জেডি (ইউ) মুখপাত্র সঞ্জয় সিংহ বলেন, এধরনের কথা বলা অভ্যাস হয়ে গিয়েছে ওনার। মানসিক চিকিত্সার প্রয়োজন। লোকজনশক্তি পার্টির সংসদীয় কমিটির চেয়ারম্যান চিরাগ পাসোয়ান বলেন, সবাই জানেন, গিরিরাজ কী ধরনের লোক। ওনাকে এটাই দল বলতে চায় যে, নবরাত্রি, রমজান-যাবতীয় ধর্মীয় অনুষ্ঠান পালন করি আমরা।