গত সপ্তাহে মাত্র একটি ক্যাবিনেট মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নীতীশ কুমারের বর্তমান মোদি মন্ত্রিসভায় সামিল হতে রাজি না হওয়ার সিদ্ধান্ত ঘিরে এনডিএ-তে অশান্তি, মনকষাকষি চলছে। তার মধ্যেই নতুন মাত্রা যোগ হল গিরিরাজের কটাক্ষে। মাত্র একটি মন্ত্রকে খুশি নন, তাই কেন্দ্রের সরকারে সামিল হবেন না, জানিয়ে দেন নীতীশ। বিহারের ৪০টি লোকসভা আসনের মধ্যে ১৭টি করে লড়ে বিজেপি, জেডি (ইউ)। বাকিগুলি ছেড়ে দেয় ছোট শরিকদের। বিজেপি ১৭টিতেই জেতে, জেডি (ইউ) পায় ১৬টি আসন। বিজেপি একাই ৫৪৩টির মধ্যে ৩০৩টি আসন জেতায় সরকার গড়তে শরিকদের সমর্থন না নিলেও চলে, এই অবস্থায় বিজেপি সভাপতি অমিত শাহ শরিকদের ‘প্রতীকী প্রতিনিধিত্ব’র প্রস্তাব দিলেও নীতীশ মানতে চাননি। প্রকাশ্যেই এতে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই প্রেক্ষাপটে গিরিরাজের ট্যুইটের বিরোধিতা করে জেডি (ইউ) মুখপাত্র সঞ্জয় সিংহ বলেন, এধরনের কথা বলা অভ্যাস হয়ে গিয়েছে ওনার। মানসিক চিকিত্সার প্রয়োজন। লোকজনশক্তি পার্টির সংসদীয় কমিটির চেয়ারম্যান চিরাগ পাসোয়ান বলেন, সবাই জানেন, গিরিরাজ কী ধরনের লোক। ওনাকে এটাই দল বলতে চায় যে, নবরাত্রি, রমজান-যাবতীয় ধর্মীয় অনুষ্ঠান পালন করি আমরা। ইফতারে নীতীশ-সুশীল মোদি-রামবিলাস, নবরাত্রিতে হলে ভাল হত ! ট্যুইটে কটাক্ষ গিরিরাজের, পাল্টা এনডিএ শরিকদের
Web Desk, ABP Ananda | 04 Jun 2019 04:53 PM (IST)
গত সপ্তাহে মাত্র একটি ক্যাবিনেট মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নীতীশ কুমারের বর্তমান মোদি মন্ত্রিসভায় সামিল হতে রাজি না হওয়ার সিদ্ধান্ত ঘিরে এনডিএ-তে অশান্তি, মনকষাকষি চলছে। তার মধ্যেই নতুন মাত্রা যোগ হল গিরিরাজের কটাক্ষে। মাত্র একটি মন্ত্রকে খুশি নন, তাই কেন্দ্রের সরকারে সামিল হবেন না, জানিয়ে দেন নীতীশ।
পটনা: গিরিরাজ সিংহের বিতর্কিত ট্যুইট। যাবতীয় জল্পনা, অনুমান ভুল প্রমাণ করে বেগুসরাইয়ে কমবয়সী প্রতিপক্ষ সিপিআইয়ের কানহাইয়া কুমারকে চার লাখের বেশি ভোটে পরাজিত করে দ্বিতীয় নরেন্দ্র মোদি মন্ত্রিসভায় পশুপালন, দুগ্ধজাত পণ্য ও ফিশারিজ মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছেন গিরিরাজ। কট্টরপন্থী বিজেপি নেতা বলে পরিচিত গিরিরাজ আজ সকালের এক ট্যুইটে কটাক্ষ করেছেন বিজেপি-এনডিএ জোটের শরিকদের। শুধু শরিক জেডি(ইউ) নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই নন, তাঁর নিশানায় রাজ্যে নিজের দলের নেতা সুশীল মোদিও, যিনি আবার উপমুখ্যমন্ত্রীও। সম্প্রতি এক ইফতার পার্টিতে নীতীশ কুমার ও সুশীল মোদি, দুজনেই হাজির ছিলেন। উপস্থিত ছিলেন আরেক জোটসঙ্গী রামবিলাস পাসোয়ান ও তাঁর ছেলে চিরাগ পাসোয়ানও। পরনে সাদা কুর্তা, মাথায় টুপি-ইফতারের পরিচিত পোশাকে তাঁদের একসঙ্গে হাসিমুখে তোলা ছবিও সোস্যাল মিডিয়ায় ছড়ায়। তাকেই বিদ্রূপ করে গিরিরাজের ট্যুইট, একইরকম উদ্দীপনায় নবরাত্রি পালনের আয়োজন করা হলে ছবিটা কী সুন্দর হত! কেন নিজেদের ধর্মীয় বিশ্বাস, আচার-আচরণ উপেক্ষা করে এমন ভান করা?