নাবালিকাকে ধর্ষণ করল দাদা, জোর করে দেহব্যবসায় নামানোর অভিযোগ মায়ের বিরুদ্ধে
Web Desk, ABP Ananda | 19 Aug 2019 03:47 PM (IST)
মেয়েটির অভিযোগের ভিত্তিতে ধর্ষণ, অস্বাভাবিক অপরাধ, পকসো, মানব পাচার বিরোধী আইন এবং নাবালিকা বিবাহ প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মুম্বই: যে কোনও মানুষেরই অন্যতম অবলম্বন পরিবার। পরিবারে আবার প্রধান ভরসা মা। কিন্তু সেই মায়ের বিরুদ্ধেই প্রথমে জোর করে বিয়ে দেওয়া এবং পরে দেহব্যবসায় নামানোর অভিযোগ আনল মুম্বইয়ের এক নাবালিকা। তার দাদাও ধর্ষণ করেছে বলে অভিযোগ। শেষপর্যন্ত পুলিশের দ্বারস্থ হয় মেয়েটি। তার মা, দাদা, স্বামী সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও এক অভিযুক্তর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পূর্ব মুম্বইয়ের মনখুর্দ থানার এক আধিকারিক জানিয়েছেন, ওই নাবালিকার অভিযোগ, ২০১৮ সালের এপ্রিলে জোর করে বিয়ে দেন তার মা। যৌন চাহিদা পূরণ করার জন্য মেয়েটিকে মারধর করত তার স্বামী। এই অত্যাচার সহ্য করতে না পেরে সে কিছুদিন পরে মায়ের কাছে ফিরে আসে। কয়েকমাস পরে মেয়েটিকে এক মহিলার কাছে নিয়ে যান তার মা। সেই মহিলা জোর করে মেয়েটিকে দেহব্যবসায় নামান। টাকার জন্য মেয়েটিকে এক ৬০ বছরের বৃদ্ধের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়। ওই মহিলার স্বামীও মেয়েটিকে ধর্ষণ করে। এরপর মেয়েটি দাদার কাছ থেকে সাহায্য চায়। কিন্তু তার দাদাও ধর্ষণ করে। পুলিশ সূত্রে আরও খবর, মেয়েটির অভিযোগের ভিত্তিতে ধর্ষণ, অস্বাভাবিক অপরাধ, পকসো, মানব পাচার বিরোধী আইন এবং নাবালিকা বিবাহ প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে ওই ৬০ বছরের বৃদ্ধকে খুঁজছে পুলিশ।