পানাজি: বিধানসভা থেকে ইস্তফা দিলেন গোয়ার দুই কংগ্রেস বিধায়ক সুভাষ শিরোদকর ও দয়ানন্দ সোপতে। এ কথা জানিয়েছেন গোয়া বিধানসভার স্পিকার প্রমোদ সাবন্ত।
এর ফলে গোয়া বিধানসভায় শক্তি ক্ষয়ের ফলে ধাক্কা খেল কংগ্রেস। ৪০ সদস্যের বিধানসভায় কংগ্রেস ১৬ থেকে কমে দাঁড়াল ১৪-য়। একক বৃহত্তম দলের তকমা হারাল তারা। দুই কংগ্রেস এমএলএ ফ্যাক্স করে ইস্তফাপত্র পাঠিয়েছেন বলে জানান স্পিকার। দুজনেই বিজেপিতে যোগ দিচ্ছেন বলে শোনা যাচ্ছে। গোয়ায় বিজেপির জোট সরকারের যে সামান্য সংখ্যাগরিষ্ঠতা আছে, তা পোক্ত করার লাগাতার চেষ্টা চলছে। তার মধ্যেই বিজেপিতে দুজন পদত্যাগী বিধায়কের যোগদানের জল্পনা চলছে।
শিরোদকর ও সোপতে আজ বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করেন, পরে জানান, তাঁরা বিজেপিতে যাচ্ছেন।
বিরোধী শিবিরের আরও বিধায়ক তাদের দলে আসছেন বলে দাবি করছে বিজেপি।
বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় গোয়ায় রাজনৈতিক অনিশ্চয়তা চলছে। বিজেপি জোটের কোনও কোনও শরিক কেন অসুস্থ পর্রীকরকে সরকারের মাথায়. রেখে দেওয়া হয়েছে, সেই প্রশ্ন তুলেছেন। তার মধ্যেই কংগ্রেস শক্তি সঞ্চয়ের চেষ্টা করছিল যাতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পর্রীকর সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলা যায়। কিন্তু শেষ পর্যন্ত নিজেদেরই দুই বিধায়ককে হারিয়ে বিপাকে তারা।
গতকাল রাতে ওই ২ বিধায়ক আচমকা দিল্লি যাওয়ায় তাদের দল ছেড়ে বিজেপিতে ভেড়ার জল্পনা মাথাচাড়া দিয়েছিল।
গোয়া বিধানসভায় পর্রীকর সরকারের মোট ২৩ জন বিধায়ক। এঁদের মধ্যে ২৩ জন বিজেপির। তিনজন করে গোয়া ফরোয়ার্ড পার্টি ও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির, তিনজন নির্দল।
গোয়ায় ধাক্কা খেল কংগ্রেস, দল ছাড়লেন ২ বিধায়ক , অমিত শাহের সঙ্গে সাক্ষাত্, বিজেপিতে যোগ দিতে চলেছেন
Web Desk, ABP Ananda
Updated at:
16 Oct 2018 02:31 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -