নয়াদিল্লি: চকোলেটের প্রলোভন দেখিয়ে ৮ বছর বয়সি একটি মেয়ের উপর যৌন নির্যাতনের অভিযোগে উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস থেকে ৭৯ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করল পুলিশ। পকসো আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডেপুটি কমিশনার অফ পুলিশ (উত্তর-পূর্ব) অতুল কুমার ঠাকুর জানিয়েছেন, শনিবার এই ঘটনা ঘটেছে। মেয়েটি তাদের বাড়ির সামনে খেলছিল। সেই সময় ওই বৃদ্ধ তাকে চকোলেট দেবেন বলে একটি জায়গায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালান বলে অভিযোগ। কাউকে এই ঘটনার কথা জানালে ফল ভাল হবে না বলে মেয়েটিকে হুমকিও দেন ওই বৃদ্ধ। তবে মেয়েটি বাবা-মাকে সব বলে। এরপরেই তার বাবা-মা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। ওই বৃদ্ধ এর আগেও একাধিকবার মেয়েটির উপর যৌন নির্যাতন চালিয়েছেন কি না, সেটা তদন্ত করে দেখছে পুলিশ।

অন্যদিকে, শুক্রবার পূর্ব দিল্লির কল্যাণপুরীতে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তাঁদের বাড়িওলার ছেলে সহ চারজনের বিরুদ্ধে। মেয়েটিকে পিজার লোভ দেখিয়ে ধর্ষণ করা হয় বলে জানিয়েছে পুলিশ।