পানাজি: গোয়ায় সংখ্যা গরিষ্ঠতা না পেলেও বৃহত্তম দল বিজেপি। ৪০ আসনের গোয়ায় বিজেপির দখলে ২০টি। কংগ্রেসের- ১২, তৃণমূল জোট- ২, আপ- ২। গোয়ায় সরকার গঠনের পথে বিজেপি। ১৪ মার্চ শপথ নিতে পারেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে সমর্থনের ঘোষণা জয়ী নির্দল প্রার্থীর। বিজেপিকে সমর্থনের ঘোষণা বিচোলিমের। জয়ী নির্দল প্রার্থী চন্দ্রকান্ত শেটিয়ের। এমজিপি-কে নিয়েই ক্ষমতায় আসবে বিজেপি, দাবি প্রমোদ সাওয়ন্তের।
গোয়ায় ফের সরকার গড়তে চলেছে বিজেপি। ৪০ আসনের গোয়ায় বিজেপির দখলে ২০টি। কংগ্রেসের- ১২, তৃণমূল জোট- ২, আপ- ২। গোয়ায় ম্যাজিক ফিগার ২১। গোয়ায় প্রথমবার ভোটে লড়ে খাতা খুলতে পারেনি তৃণমূল। যদিও তাদের জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ৩টি আসনে এগিয়ে। পানাজি আসনে পরাজিত উৎপল পর্রীকর। বিজেপি টিকিট না দেওয়ায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের ছেলে উৎপল এবার নির্দল হয়ে লড়েন। গোয়ায় সংখ্যা গরিষ্ঠতা না পেলেও বৃহত্তম দল বিজেপি। গোয়ায় সরকার গঠনের পথে বিজেপি। সূত্রের খবর, ১৪ মার্চ শপথ নিতে পারেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে সমর্থনের ঘোষণা জয়ী নির্দল প্রার্থীর। বিজেপিকে সমর্থনের ঘোষণা বিচোলিমের জয়ী নির্দল প্রার্থী চন্দ্রকান্ত শেটিয়ের।
গোয়ার ফলাফল নিয়ে ট্যুইট করেছে তৃণমূল। দলের পক্ষ থেকে লেখা হয়েছে, ''গোয়ার জনমত মাথা পেতে নিচ্ছি। গোয়ার মানুষের বিশ্বাস ও ভালবাসা অর্জনে আমরা আরও কঠোর পরিশ্রম করব। আমরা এখানে থাকব, গোয়ার মানুষের সেবা করে যাব।''
৫ রাজ্যের ভোটে ৪ রাজ্যই দখলের পথে বিজেপি। বড় চমক দিয়ে পাঞ্জাব দখল কেজরিওয়ালের আপের। ফের যোগীতেই আস্থা উত্তরপ্রদেশের। কিছুটা আসন কমলেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় বিজেপি। এখনও পর্যন্ত ২৭৩ আসনে জয়ের পথে বিজেপি। গতবারের তুলনায় আসন বাড়লেও বহু পিছিয়ে সমাজবাদী পার্টি। ১২৪ আসন পেয়ে দ্বিতীয় স্থানে অখিলেশের দল। বিএসপি ২, কংগ্রেস আটকে ২ আসনে। ৩৭ বছর পর উত্তরপ্রদেশে পরপর দু’বার সরকারে শাসকদল। ৫ বছর ক্ষমতায় থাকার পর প্রথমবার ফের নির্বাচিত কোনও মুখ্যমন্ত্রী।