নয়াদিল্লি: উৎসবের মরসুম শুরু হওয়ার মুখে রেলের সব নন-গেজেটেড কর্মীকে ৭৮ দিনের বোনাস দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আজ সাংবাদিক বৈঠকে আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে রেলকর্মীদের উৎপাদন-সম্পর্কিত বোনাস দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ফলে রেলের ১২ লক্ষ ৩০ হাজার কর্মী প্রায় ১৮,০০০ টাকা করে বোনাস পাবেন। এর জন্য রেলের খরচ হবে ২,০৪৪.৩১ কোটি টাকা।


এর আগে রেলবোর্ড ২০১৭-১৮ মরসুমে ৭৮ দিনের বোনাসের প্রস্তাব দেয়। রেলকর্মীদের সংগঠনের সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্র জানান, উৎসবের মরসুমে কর্মীদের কাজ উৎসাহ দেওয়ার জন্যই বোনাস দেওয়া হবে। রেলবোর্ডের সেই প্রস্তাবই অনুমোদন করেছে মন্ত্রিসভা।