নয়াদিল্লি: করোনা প্রভাবে কেন্দ্রীয় পেনশনভোগীদের প্রাপ্য থেকে কোনও টাকা কাটবে না সরকার। টুইট করে জল্পনা ওড়ালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।


করোনা আবহে দেশজুড়ে ছড়াচ্ছে নানারকম গুজব। লকডাউনের জেরে বড়সড় অর্থনৈতিক সঙ্কটের আশঙ্কায় ভুগছে গোটা পৃথিবী। দেশীয় অর্থনীতিতে মন্দার মেঘ দেখছে ভারতও।এর মধ্যেই ট্যুইটারে ছড়িয়ে পড়া একটি গুজব আতঙ্ক ছড়ায় পেনশনভোগীদের মধ্যে। সেই খবর অনুসারে, করোনা পরিস্থিতিতে পেনশনভোগীদের প্রাপ্য টাকা থেকেও ২০ শতাংশ করে কেটে নেবে সরকার।


সম্প্রতি এক টুইটার ইউজার লেখেন, 'নির্মলা সীতারমণ ম্যাডাম, কেন্দ্রীয় সরকার কি পেনশনভোগীদের প্রাপ্য থেকে ২০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে?  সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এমনই একটি সারকুলার ঘোরাফেরা করছে। পেনশনভোগীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে এই খবর।'


অর্থমন্ত্রকের তরফে এই টুইটটি কে রিটুইট করে লেখা হয়, 'এমন একটি খবর সত্যিই ছড়িয়েছে যে পেনশনভোগীদের প্রাপ্য থেকে ২০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু এই খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সরকারি বেতন ও পেনশনভোগীদের ওপর সরকারি অর্থমন্ত্রক পরিকল্পনার কোনও প্রভাব পড়বে না।'




এর আগেও পেনশনভোগীদের টাকা কাটার গুজব ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই খবর অনুযায়ী,  করোনা পরিস্থিতিতে পেনশনভোগীদের প্রাপ্য টাকা থেকেও ৩০ শতাংশ করে কেটে নেবে সরকার। আর ৮০ বেশ বয়স্কদের মিলবেই না পেনশন। সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছেএই খবর সম্পূর্ণ ভুল। গুজব। সরকার কখনই এমন কিছু করবে না। প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে এই কথা টুইট করে জানানো হয়েছে।



'২০ শতাংশ কেটে নেওয়ার সরকারি সিদ্ধান্তের গুজব ভিত্তিহীন।' ফের স্পষ্ট করে দেওয়া হয় এই বার্তা। আশা করা যাচ্ছে, এতে স্বাভাবিকভাবেই অনেকটাই স্বস্তি পাবেন পেনশনভোগীরা।