নয়াদিল্লি: করোনা অতিমারীর মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। আর সেই লকডাউন পরিস্থিতির মধ্যে ভারতে মুসলিমরা বিভাজন ও হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছিলেন ইমরান খান। পাক প্রধানমন্ত্রীর সেই অভিযোগ উড়িয়ে দিল ভারত। কড়া ভাষায় সমালোচনাও করল।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, পাক প্রধানমন্ত্রীর মন্তব্য খুবই ‘বিস্ময়কর’। পাশাপাশি তিনি পাল্টা আক্রমণের সুরে জানিয়েছেন, পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি সামলানোর ব্যর্থতা থেকে দৃষ্টি ঘোরাতেই এমন মন্তব্য করেছেন ইমরান।



ট্যুইট করে ইমরান বলেছিলেন, করোনা পরিস্থিতিতে ভারত সরকার ইচ্ছাকৃতবাবে মুসলিমদের নিশানা করছে। শ্রীবাস্তব যা নিয়ে বলেছেন, ‘করোনা পরিস্থিতি সামলানোয় মনোনিবেশ না করে প্রতিবেশি দেশের উদ্দেশে ভিত্তিহীন অভিযোগ করছে ওরা। সংখ্যালঘুদের কথাই যদি ওঠে, তাহলে পাকিস্তানের সংখ্যালঘুদের সমস্যা নিয়ে ভাবলে ভাল হয়। কারণ সেখানে প্রকৃত অর্থে বিভাজন চলে।’