নয়াদিল্লি: তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ করা সংক্রান্ত প্রস্তাবিত আইনে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিদের তিন বছর কারাদণ্ডের সংস্থান রাখা হচ্ছে। তবে এই আইনের যাতে অপব্যবহার না হয়, সেটা নিশ্চিত করার জন্য অভিযুক্তদের জামিনের সংস্থানও রাখছে সরকার। আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, ‘মুসলিম মহিলাদের বিবাহ অধিকার রক্ষা বিল’-এ তিনটি সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামীকাল বাদল অধিবেশনের শেষ দিনে রাজ্যসভায় বিলটি পেশ করা হতে পারে। রাজ্যসভা এই বিল অনুমোদন করলে সেটি ফের লোকসভায় অনুমোদনের জন্য পাঠানো হবে।


আইনমন্ত্রী আরও জানিয়েছেন, তাৎক্ষণিক তিন তালাক বিরোধী আইনে জামিন অযোগ্য মামলা দায়ের করা হলেও, শুনানি শুরু হওয়ার আগেই বিচারপতির কাছে জামিনের আবেদন জানাতে পারবেন অভিযুক্ত ব্যক্তি। তাঁর স্ত্রীর বয়ান নিয়ে জামিন মঞ্জুর করতে পারেন বিচারপতি। এই আইনের অপব্যবহার যাতে না হয়, সেটা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।