পাক অধিকৃত কাশ্মীরে নির্মাণ কাজ বন্ধ করতে বলা হয়েছে চিনকে, সংসদে জানাল সরকার
Web Desk, ABP Ananda
Updated at:
09 Aug 2018 08:13 PM (IST)
NEXT
PREV
নয়াদিল্লি: পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চিনের নির্মাণ কার্য্যের ব্যাপারে বেজিংয়ের কাছে উদ্বেগ জানিয়েছে নয়াদিল্লি। রাজ্যসভায় লিখিত জবাবে বিদেশ রাষ্ট্রমন্ত্রী ভি কে সিংহ জানিয়েছেন, চিনকে নির্মাণকাজ বন্ধ করতে বলা হয়েছে। ভারতের ধারাবাহিক, নীতিনিষ্ঠ অবস্থান এটাই যে, গোটা জম্মু ও কাশ্মীরই তার অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তান জম্মু ও কাশ্মীরের একটা অংশ বেআইনি ভাবে দখল করে রেখেছে।
ভি কে সিংহ বলেন, সরকার অধিকৃত কাশ্মীরে চিনে নির্মাণ কাজের ব্যাপারে অবহিত। চিনের সর্বোচ্চ কর্তৃপক্ষ সহ তাদের সর্বস্তরে এ নিয়ে ভারতের উদ্বেগ জানিয়ে দেওয়া হয়েছে। ভারত মনে করে, ওখানে চিনের সক্রিয়তা তার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখন্ডতা লঙ্ঘন করছে। চিনকে নির্মাণ বন্ধ রাখতে বলা হয়েছে।
কাশ্মীরের মানুষকে বিভ্রান্ত করতে সোস্যাল মিডিয়ায় পাকিস্তানি প্রচার সম্পর্কে আরেকটি প্রশ্নের উত্তরে ভি কে সিংহ বলেন, সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে, আইন শৃঙ্খলা রক্ষা ও জাতীয় স্বার্থ, নিরাপত্তা বজায় রাখতে সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছে।
নয়াদিল্লি: পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চিনের নির্মাণ কার্য্যের ব্যাপারে বেজিংয়ের কাছে উদ্বেগ জানিয়েছে নয়াদিল্লি। রাজ্যসভায় লিখিত জবাবে বিদেশ রাষ্ট্রমন্ত্রী ভি কে সিংহ জানিয়েছেন, চিনকে নির্মাণকাজ বন্ধ করতে বলা হয়েছে। ভারতের ধারাবাহিক, নীতিনিষ্ঠ অবস্থান এটাই যে, গোটা জম্মু ও কাশ্মীরই তার অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তান জম্মু ও কাশ্মীরের একটা অংশ বেআইনি ভাবে দখল করে রেখেছে।
ভি কে সিংহ বলেন, সরকার অধিকৃত কাশ্মীরে চিনে নির্মাণ কাজের ব্যাপারে অবহিত। চিনের সর্বোচ্চ কর্তৃপক্ষ সহ তাদের সর্বস্তরে এ নিয়ে ভারতের উদ্বেগ জানিয়ে দেওয়া হয়েছে। ভারত মনে করে, ওখানে চিনের সক্রিয়তা তার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখন্ডতা লঙ্ঘন করছে। চিনকে নির্মাণ বন্ধ রাখতে বলা হয়েছে।
কাশ্মীরের মানুষকে বিভ্রান্ত করতে সোস্যাল মিডিয়ায় পাকিস্তানি প্রচার সম্পর্কে আরেকটি প্রশ্নের উত্তরে ভি কে সিংহ বলেন, সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে, আইন শৃঙ্খলা রক্ষা ও জাতীয় স্বার্থ, নিরাপত্তা বজায় রাখতে সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছে।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -