নয়া মুখ্য আর্থিক উপদেষ্টা আইএসবি হায়দরাবাদের অধ্যাপক কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম
Web Desk, ABP Ananda | 07 Dec 2018 06:25 PM (IST)
ছবি সৌজন্যে এএনআই
নয়াদিল্লি: ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস হায়দরাবাদের অধ্যাপক কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যমকে নয়া মুখ্য আর্থিক উপদেষ্টা নিয়োগ করল কেন্দ্রীয় সরকার। এ বছরের জুলাইয়ে অরবিন্দ সুব্রহ্মণ্যম পদত্যাগ করার পর থেকে মুখ্য আর্থিক উপদেষ্টার পদ ফাঁকা ছিল। আজ এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘মন্ত্রিসভার নিয়োগ বিষয়ক কমিটি আইএসবি, হায়দরাবাদের অধ্যাপক ও ইডি (সিএএফ) কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যমকে মুখ্য আর্থিক উপদেষ্টা হিসেবে নিয়োগে অনুমোদন দিয়েছে। তাঁকে তিন বছরের জন্য এই পদে নিয়োগ করা হচ্ছে।’ তবে কৃষ্ণমূর্তি কবে দায়িত্ব নেবেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি। আইআইটি ও আইআইএম-এর প্রাক্তনী কৃষ্ণমূর্তি মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের বুথ স্কুল অফ বিজনেস থেকে পিএইচডি করেছেন। তিনি ব্যাঙ্ক, কর্পোরেট গভর্ন্যান্স ও আর্থিক নীতি বিষয়ে একজন প্রথমসারির বিশেষজ্ঞ। সেবি-র কর্পোরেট গভর্ন্য়ান্স বিষয়ক বিশেষজ্ঞ কমিটির সদস্য ছিলেন তিনি। রিজার্ভ ব্যাঙ্কেরও গভর্ন্যান্স অফ ব্যাঙ্কস কমিটির সদস্য ছিলেন তিনি। এছাড়া সেবি-র আরও কয়েকটি কমিটি, বন্ধন ব্যাঙ্কের বোর্ডের সদস্য ছিলেন এই অর্থনীতিবিদ। তিনি অধ্যাপনায় আসার আগে নিউ ইয়র্কে জেপি মর্গ্যান চেজের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।