নয়াদিল্লি: রাজস্থান, তেলঙ্গানায় ভোট শেষ হতেই দলীয় কর্মীদের রাহুল গাঁধীর বার্তা। আপনারা সজাগ থাকুন। মোদির ভারতে ইভিএমের রহস্যজনক ক্ষমতা আছে বলে কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি।
কংগ্রেস বরাবর দাবি করছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে ভোটযন্ত্রে কারসাজি করে জেতার চেষ্টা করছে বিজেপি। সেই প্রেক্ষাপটেই তাঁর এই মন্তব্য।



দুটি রাজ্যেই দলের জয় সুনিশ্চিত করতে দলীয় কর্মীদের নিজ নিজ বুথে যাবতীয় শক্তি, উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলেছেন তিনি। বিকালে তিনি ট্যুইট করেন, ভোট হয়ে যাওয়ার পরও আপনাদের সজাগ থাকতে হবে। মধ্যপ্রদেশে ভোট হওয়ার পর ইভিএমের অদ্ভূত আচরণ দেখা গেল। কেউ একটা বাস চুরি করে দুদিনের জন্য উধাও হল। অন্যদের দেখা গেল ফাঁক পেয়ে বেরিয়ে হোটেলে পানরত। মোদির ভারতে ইভিএমের এমন ক্ষমতা যা রহস্যজনক।
২৮ নভেম্বর মধ্যপ্রদেশে ভোট শেষ হওয়ার ৪৮ ঘন্টা বাদে একটি কালেকশন সেন্টারে ভোটযন্ত্র পৌঁছেছে বলে খবর পাওয়া যায় কয়েকদিন আগে যা নিয়ে শোরগোল হয়। সেদিকে ইঙ্গিত করেই ট্যুইট রাহুলের।