নয়াদিল্লি: আধারের সঙ্গে প্যানের সংযুক্তিকরণের সময়সীমা ৬ মাস বাড়ানো হল। ৩০ সেপ্টেম্বর আধার-প্যান সংযুক্তির শেষ দিন। এই নিয়ে ষষ্ঠবার আধার-প্যান সংযুক্তির সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আয়কর রিটার্নের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক।

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গত বছরের জুনে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, এ বছরের ৩১ মার্চের মধ্যে আধারের সঙ্গে প্যান সংযুক্ত করতে হবে। এখন সেই সময়সীমা বাড়িয়ে করা হল ৩০ সেপ্টেম্বর। তবে তা সত্ত্বেও আয়কর রিটার্নের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক।’