নয়াদিল্লি: ‘ম্যায় ভি চৌকিদার’ সম্মেলন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০০টি জায়গায় বিজেপি কর্মা, চৌকিদার, কৃষক সহ বিভিন্ন পেশার লোকজনের সঙ্গে নানা বিষয়ে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লির তালকাটোরা স্টেডিয়ামের এই অনুষ্ঠান থেকে তিনি আশাপ্রকাশ করেন, মানুষ তাঁকে ফের দেশের সেবা করার সুযোগ দেবেন।


এই অনুষ্ঠানে মোদি বলেন, ‘আমি বলেছিলাম মানুষের টাকা চুরি করতে দেব না। চৌকিদার হিসেবে নিজের দায়িত্ব পালন করব। কিন্তু কিছু সংকীর্ণ মানসিকতার লোক চৌকিদার সম্পর্কে আদ্যিকালের ধারণা পোষণ করেন। চৌকিদার একটি অনুভূতি। গাঁধীজি বলতেন, আমাদের সম্পদ ব্যবহার করতে হবে। তাঁর নীতি, আদর্শ আজও আমাদের পথ দেখায়। তাঁর নীতি ও আদর্শের প্রতিরূপ হল চৌকিদার।’

মোদি আরও বলেছেন, ‘ভারতের ১২৫ কোটি মানুষ আমার প্রতি এত আস্থা দেখিয়েছেন, আমাকে এত শক্তি দিয়েছেন, আর পিছনে ফিরে তাকাতে হয় না। দেশের এখন আর রাজা-মহারাজাদের দরকার নেই। সেই কারণেই আমি নিজেকে চৌকিদার মনে করে খুশি। যাঁরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, তাঁদের কুর্ণিশ জানাই।’

সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে মোদির বক্তব্য, ‘দেশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বালাকোটে আমি কিছু করিনি, যা করার জওয়ানরাই করেছেন। বালাকোটে সফল অভিযানের জন্য সাহসী নিরাপত্তারক্ষীদের কুর্ণিশ জানাচ্ছে সারা দেশ। সেনাবাহিনীর উপর আমার পূর্ণ আস্থা আছে। সেই কারণেই সেনাবাহিনীকে স্বাধীনতা দিয়েছি। আমি সিদ্ধান্ত নিই, যেখান থেকে সন্ত্রাসবাদ শুরু হয়েছে, সেখানেই তাদের বিরুদ্ধে লড়াই চালাতে হবে। মোদি নির্বাচন নিয়ে ব্যস্ত ভেবে এয়ারস্ট্রাইকের পর আকাশপথ খুলেছে পাকিস্তান। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দেশ। ১৩০ কোটি নাগরিক যখন দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তখন কোনও শক্তি ভারতকে উন্নত দেশ হওয়া থেকে আটকাতে পারবে না। আমাদের বিজ্ঞানীরা মিশন শক্তি সফল করেছেন। এর আগে মাত্র তিনটি দেশের এই ক্ষমতা ছিল। বিজ্ঞানীদের জন্যই মহাকাশে শক্তিধর রাষ্ট্রগুলির এলিট ক্লাবে জায়গা পেয়েছে ভারত।’