নয়াদিল্লি: টিকটক ও হ্যালো অ্যাপকে নোটিশ পাঠাল কেন্দ্রীয় সরকার, সঙ্গে ২১টি প্রশ্ন। প্রশ্নের ঠিকঠাক জবাব না পেলে ওই অ্যাপগুলি বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এই সব অ্যাপের বিষয়ে অভিযোগ করে আরএসএসের স্বদেশি জাগরণ মঞ্চ। বলে, এই অ্যাপগুলি আসলে ব্যবহৃত হয় দেশবিরোধী কাজকর্মে। এরপরই পদক্ষেপ করেছে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। টিকটক ও হ্যালো অ্যাপের কাছে তারা নিশ্চয়তা চেয়েছে যে এই অ্যাপগুলির মাধ্যমে ভারতীয় ক্রেতাদের ব্যক্তিগত তথ্য অন্য কোনও দেশ বা কোনও ব্যক্তির কাছে পাচার করা হয় না এবং ভবিষ্যতেও হবে না। এছাড়া ভুয়ো খবর রুখতে ও ভারতীয় আইন মেনে চলতে তারা কী কী পদক্ষেপ করেছে তাও জানতে চাওয়া হয়েছে।

হ্যালোর বিরুদ্ধে আরও অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ১১,০০০ জাল রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের জন্য বিভিন্ন মাধ্যমে তারা বিশাল অঙ্কের টাকা ঢেলেছে। এ ব্যাপারেও কেন্দ্রীয় সরকার ব্যাখ্যা তলব করেছে। তা ছাড়া যেভাবে এই সব প্ল্যাটফর্মে ১৩ বছর বয়স হলেই অ্যাকাউন্ট খোলা যাচ্ছে, তাতেও আপত্তি করেছে তারা কারণ এ দেশে ১৮ বছরের কমবয়সীদের নাবালক আখ্যা দেওয়া হয়।

জবাবে টিকটক ও হ্যালো যৌথ বিবৃতি দিয়ে বলেছে, তারা আগামী ৩ বছরে এ দেশে ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে ইচ্ছুক, এর মাধ্যমে প্রযুক্তিগত পরিকাঠামো গড়ে তুলবে তারা। স্থানীয় সহযোগিতার মাধ্যমে ব্যবসা বাড়ানো ও স্কিল ইন্ডিয়া প্রোগ্রামে অংশ নেওয়াও তাদের উদ্দেশ্য। মানুষের সাহায্য ছাড়া এখানে তারা পায়ের তলায় জমি পেত না, তাই ভারতীয়দের প্রতি তাদের সম্পূর্ণ দায়িত্ব রয়েছে। ভারত সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে ও সব দায়িত্ব পালন করে তারা এগোতে চায়।