নয়াদিল্লি: অসমে ভয়াবহ বন্যার ফলে চরম দুর্দশায় পড়া মানুষের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও অ্যাথলিট হিমা দাস। অক্ষয় ট্যুইট করে জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল এবং কাজিরাঙা অভয়ারণ্যের জন্য এক কোটি টাকা করে দিতে চান। সবাইকে ত্রাণকার্যে সাহায্য করার আবেদনও জানিয়েছেন অক্ষয়।

অসমের মেয়ে হিমা ট্যুইটারে বন্যাদুর্গত অঞ্চলগুলির ছবি দিয়ে লিখেছেন, ‘আমাদের রাজ্যে বন্যা পরিস্থিতি অত্যন্ত জটিল। ৩৩টি জেলার মধ্যে ৩০টিই বন্যার কবলে। কর্পোরেট সংস্থাগুলি এবং বিভিন্ন ব্যক্তির কাছে আমার আর্জি, কঠিন পরিস্থিতিতে আমাদের রাজ্যকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন। আমি সাহায্য করেছি। অন্যদেরও এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।’

অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া, ‘ইংলিশ ভিংলিশ’ খ্যাত অভিনেতা আদিল হুসেন ও পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘চাটনি’-র পরিচালক জ্যোতি কপূর দাসও ট্যুইট করে সবাইকে অসমের বন্যাত্রাণে সাহায্য করার আবেদন জানিয়েছেন।

অসমের বন্যায় ইতিমধ্যেই ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্তত ৪৫ লক্ষ মানুষ বানভাসী। কাজিরাঙা অভয়ারণ্যের ৯০ শতাংশই জলের তলায়। ব্রহ্মপুত্র নদ বিপদসীমার উপর দিয়ে বইছে।