নয়াদিল্লি: ১ সেপ্টেম্বর থেকে দেশে শুরু ‘আনলক ফোর’। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ‘আনলক ফোর’। ‘আনলক ফোর’-এর নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকায় বলা হয়েছে, ৭ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে চালু হবে মেট্রো পরিষেবা। তবে বন্ধ থাকবে স্কুল-কলেজ। বন্ধ থাকবে সিনেমা হল ও সুইমিং পুল।
২১ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক সভা-সমিতির অনুমতি দেওয়া হচ্ছে। ১০০ জনের উপস্থিতিতে হতে পারে সভা। এছাড়া সামাজিক ও শিক্ষামূলক অনুষ্ঠান, খেলা, বিনোদনেও ছাড় দেওয়া হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ‘ওপেন এয়ার থিয়েটারে’ ছাড়।
‘আনলক ফোর’-এর নির্দেশিকা জারি, ৭ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে চালু মেট্রো পরিষেবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Aug 2020 08:14 PM (IST)
বন্ধ থাকবে স্কুল-কলেজ, সিনেমা হল ও সুইমিং পুল।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -