নয়াদিল্লি: কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রুখতে আইন ও সাংবিধানিক কাঠামো জোরদার করার লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে মন্ত্রিগোষ্ঠী গঠন করল কেন্দ্রীয় সরকার। রাজনাথ ছাড়া এই মন্ত্রিগোষ্ঠীর অন্যান্য সদস্যরা হলেন সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন এবং নারী ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গাঁধী।


স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, কর্মক্ষেত্রে মহিলাদের উপর যৌন নির্যাতনের ঘটনা রোখার জন্য আইন ও সাংবিধানিক কাঠামো খতিয়ে দেখবে এই মন্ত্রিগোষ্ঠী। বর্তমানে যে আইন ও সাংবিধানিক কাঠামো রয়েছে, সেগুলি আরও জোরদার করা এবং আইনের সংস্থান উপযুক্তভাবে প্রণয়নের সুপারিশ করবে মন্ত্রিগোষ্ঠী।