ইনদওর: পাকিস্তানের বালাকোটে জঙ্গিঘাঁটিতে বিমানহানার প্রমাণ পেশ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানালেন প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসাও করেছেন এই কংগ্রেস নেতা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিগ্বিজয় বলেছেন, ‘পাকিস্তানের জঙ্গিশিবিরে বায়ুসেনার আক্রমণ নিয়ে প্রশ্ন তুলছি না। কিন্তু উপগ্রহ প্রযুক্তির মাধ্যমে যে কোনও জায়গার ছবি পাওয়া যায়। তাই মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ওসামা বিন লাদেনের হত্যার প্রমাণ দিয়েছিল, সেভাবে আমাদেরও প্রমাণ পেশ করা উচিত।’
ইমরানের প্রশংসা করে দিগ্বিজয়ের বক্তব্য, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভাল প্রতিবেশী হওয়ার নতুন পথ দেখিয়েছেন। তিনি ভারতীয় বায়ুসেনার সাহসী অফিসারকে দেশে ফিরিয়ে দিয়েছেন। এবার হাফিজ সইদ ও মাসুদ আজহারকে আমাদের হাতে তুলে দেওয়ার সাহস দেখানো উচিত তাঁর।’
বালাকোটে জঙ্গিঘাঁটিতে বিমানহানার প্রমাণ দেওয়া উচিত সরকারের, দাবি দিগ্বিজয় সিংহের
Web Desk, ABP Ananda
Updated at:
03 Mar 2019 08:36 AM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -