নয়াদিল্লি: করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে তৎপর কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে আজ দেশের তিন শহরে ঘুরে ভ্যাকসিন তৈরির কাজের অগ্রগতির বিষয়ে খোঁজ নিচ্ছেন। এরই মধ্যে কেন্দ্রীয় সরকার ভ্যাকসিনের বিষয়ে একটি মোবাইল অ্যাপ চালু করতে চলেছে। এই অ্যাপের মাধ্যমেই ভ্যাকসিন সংক্রান্ত যাবতীয় খবর পাওয়া যাবে বলে জানা গিয়েছে। কতদিনের মধ্যে ভ্যাকসিন পাওয়া যাবে, কোন শহরে কীভাবে বণ্টন হবে, সেসব জানা যাবে এই অ্যাপের মাধ্যমে।
স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, আরোগ্য সেতুর মতোই কাজ করবে এই নতুন অ্যাপ। প্রথমে নাম, অবস্থান জানাতে হবে। তারপর ভ্যাকসিন বণ্টনের বিষয়ে যাবতীয় তথ্য পাওয়া যাবে। কতজন ভ্যাকসিন নিয়েছেন, সে বিষয়ে নাগরিকদের মতোই সরকারের কাছেও তথ্য থাকবে এই অ্যাপের মাধ্যমেই। যদি কোনও ব্যক্তির নির্দিষ্ট দিনে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে সমস্যা থাকে, তাহলে অ্যাপের মাধ্যমে দিন বদল করা যাবে। ভ্যাকসিন নেওয়ার পর কারও শরীরে যদি নেতিবাচক প্রভাব পড়ে, তার জন্য বিশেষ ব্যবস্থা করছে সরকার।
আজ সকালে প্রথমে আমদাবাদে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি জাইডাস ক্যাডিলাক সংস্থার তৈরি ভ্যাকসিন ‘জাইকোভ-ডি’-র অগ্রগতি খতিয়ে দেখেন। এরপর তিনি হায়দরাবাদে গিয়ে ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিন ‘কোভ্যাক্সিন’-এর অগ্রগতি খতিয়ে দেখবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন পুণেতে। সেখানে তিনি সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন তৈরির বিষয়টি খতিয়ে দেখবেন।
এরই মধ্যে ভারতে নতুন করে সংক্রমিত হলেন ৪১,৩২২ জন। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯৩,৫১,১১০। দেশে নতুন করে মৃত্যু হয়েছে ৪৮৫ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১,৩৬,২০০। এখন চিকিৎসা চলছে ৪,৫৪,৯৪০ জনের। চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন ৮৭,৫৯,৯৬৯ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৪১,৪৫২ জনকে।
Vaccine: করোনা ভ্যাকসিনের বিষয়ে মোবাইল অ্যাপ চালু করছে কেন্দ্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Nov 2020 01:27 PM (IST)
The central government has already formulated a roadmap on vaccine distribution. | স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, আরোগ্য সেতুর মতোই কাজ করবে এই নতুন অ্যাপ।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -