নয়াদিল্লি: যাত্রীরা ওয়েব চেক ইনের পরিষেবা পেতে চাইলে অতিরিক্ত ১০০ থেকে ৮০০ টাকা করে দিতে হবে। আসন অনুযায়ী অতিরিক্ত টাকার পরিমাণ স্থির করা হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে একটি বেসরকারি বিমান সংস্থা। এ মাসের ১৪ তারিখ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে ওই সংস্থার পক্ষ থেকে। এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই সিদ্ধান্তের সমালোচনা করছেন। এর জেরে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। আজ অসামরিক বিমান পরিবহণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম মেনেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।
গতকাল ট্যুইট করে ওই বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ‘আমাদের নতুন নীতি অনুযায়ী ওয়েব চেক ইনের ক্ষেত্রে সব আসনেরই ভাড়া লাগবে। বিকল্প হিসেবে যাত্রীরা বিমানবন্দরে বিনামূল্যে চেক ইন করতে পারেন। সেক্ষেত্রে যেরকম আসন থাকবে সেই হিসেবেই বরাদ্দ করা হবে।’
অতিরিক্ত টাকা দিতে হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ। এর পরিপ্রেক্ষিতে অসামরিক বিমান পরিবণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ভাড়ার ক্ষেত্রে এখন যে নীতি আছে, সেটি মেনেই ওই বিমান সংস্থা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছে কি না, সেটা আমরা খতিয়ে দেখছি।’
ওয়েব চেক ইনের ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, বেসরকারি বিমান সংস্থার সিদ্ধান্ত খতিয়ে দেখছে কেন্দ্র
Web Desk, ABP Ananda
Updated at:
26 Nov 2018 04:39 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -