নয়াদিল্লি: ফের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সংযুক্তিকরণের ঘোষণা কেন্দ্রের। ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মিশে হচ্ছে ৪টি ব্যাঙ্ক। মিশছে পঞ্জাব ন্যাশনাল, ওরিয়েন্টাল ও ইউনাইটেড ব্যাঙ্ক।মিশে যাচ্ছে ইন্ডিয়ান ও ইলাহাবাদ ব্যাঙ্ক।কানাড়া ব্যাঙ্কের সঙ্গে মিশে যাচ্ছে সিন্ডিকেট ব্যাঙ্ক।মিশছে ইউনিয়ন ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্ক।সবমিলিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ২৭টি থেকে কমে হচ্ছে ১২। ব্যাঙ্কিং ব্যবস্থার এই আমূল সংস্কারের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
আর্থিক বৃদ্ধির হার পাঁচ বছরের সবচেয়ে নিচে নেমে গিয়েছে। এই অবস্থায় বৃদ্ধির হার যাতে ত্বরাণ্বিত হয়, সেইলক্ষ্যে স্বল্প সংখ্যক ও শক্তিশালী আন্তর্জাতিক মাপের ব্যাঙ্কিং ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা হিসেবে এই সংযুক্তিকরণের ঘোষণা করা হল।
এর আগে দুই দফার ব্যাঙ্ক সংযুক্তিকরণের ঘোষণা হয়েছিল। এরপর ফের সংযুক্তির ঘোষণায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা ২০১৭-র ২৭ থেকে কমে হচ্ছে ১২। সরকার মনে করছে, একে ব্যাঙ্কের ব্যালেন্স শিট আরও মজবুত হবে এবং ঋণ দেওয়ার ক্ষমতাও বাড়বে।
আর্থিক বৃদ্ধির নিম্নমুখী প্রবণতা এড়িয়ে তার গতি বাড়ানোর লক্ষ্যে গত সপ্তাহেই সীতারামন করের সুবিধা ও অটো মোবাইলের মতো ক্ষেত্রে জন্য একগুচ্ছ সুবিধা ঘোষণা করেছিলেন। এবার ব্যাঙ্ক সংযুক্তিকরণের ঘোষণা করলেন তিনি।
এক সাংবাদিক বৈঠকে সীতারামন বলেছেন, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্ক মিশে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে সংযুক্তি ঘটলে তা ১৭.৯৫ লক্ষ কোটি টাকার ব্যবসা ও ১১,৪৩৭ টি শাখার ব্যাঙ্ক হবে।
সিন্ডিকেট ব্যাঙ্ক ও কানাড়া ব্যাঙ্কের সংযুক্তি ফলে ১৫.২০ লক্ষ কোটি টাকার ব্যবসা ও ১০,৩২৪ শাখা সহ দেশের চতুর্থ বৃহত্তম ব্যাঙ্ক হয়ে উঠবে। অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্কের সঙ্গে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সংযুক্তির ফলে দেশের পঞ্চম বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তৈরি হবে। ব্যবসার পরিমাণ ১৪.৫৯ লক্ষ কোটি টাকা ও ৯,৬০৯ শাখা।
এলাহাবাদ ব্যাঙ্কের সঙ্গে ইন্ডিয়ান ব্যাঙ্কের সংযুক্তির ফলে ৮.০৮ লক্ষ কোটি টাকার ব্যবসা ও দেশের উত্তর ,দক্ষিণ ও পূর্ব শক্তিশালী ব্র্যাঞ্চ নেটওয়ার্ক সহ দেশের সপ্তম বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গড়ে উঠবে।
সীতারামন জানিয়েছেন, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগের মতোই কাজ করবে।
গত বছর সরকার দেনা ব্যাঙ্ক ও বিজয়া ব্যাঙ্কের সঙ্গে ব্যাঙ্ক অফ বরোদার সংযুক্তিকরণ ঘটিয়েছিল।
এদিনের সংযুক্তিকরণের ঘোষণার ফলে দেশে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা সহ মোট বারোটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থাকবে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কও আগের মতোই কাজ চালিয়ে যাবে।
ফের সংযুক্তিকরণ, ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মিশে হচ্ছে চার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Aug 2019 06:09 PM (IST)
ফের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সংযুক্তিকরণের ঘোষণা কেন্দ্রের। ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মিশে হচ্ছে ৪টি ব্যাঙ্ক। মিশছে পঞ্জাব ন্যাশনাল, ওরিয়েন্টাল ও ইউনাইটেড ব্যাঙ্ক।মিশে যাচ্ছে ইন্ডিয়ান ও ইলাহাবাদ ব্যাঙ্ক।কানাড়া ব্যাঙ্কের সঙ্গে মিশে যাচ্ছে সিন্ডিকেট ব্যাঙ্ক।মিশছে ইউনিয়ন ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্ক।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -