দুই নাতনিকে একাধিকবার ধর্ষণ, গ্রেফতার দাদু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Sep 2018 01:53 PM (IST)
টুরা (মেঘালয়): ৯ এবং ১০ বছর বয়সি দুই নাতনিকে দীর্ঘদিন ধরে একাধিকবার ধর্ষণে অভিযুক্ত ৬৫ বছরের দাদু। নিজের বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন মেয়ে দুটির বাবা। দুই নাবালিকারই শারীরিক পরীক্ষা করা হয়েছে। দক্ষিণ গাড়ো পর্বতের ডিমাপারা গ্রামে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে। তবে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পরও মেয়ে দুটির জন্যে অপেক্ষা করছিল আরও বড় ধাক্কা। তাদের গোষ্ঠীর সদস্যেরা কেউই তাদের পাশে দাঁড়ায়নি। উল্টে তাঁরা অভিযুক্তের সমর্থনে সওয়াল করে, মেয়ে দুটির চরিত্র নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। জেলার এসপি অ্যাব্রাহাম টি.সাঙমা জানিয়েছেন, ঘটনার তদন্তে ওই গ্রামে যাবে পুলিশের একটি দল। অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। আপাতত অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছে। খতিয়ে দেখা হবে, এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা, খবর পুলিশ সূত্রে!