শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে ফের নাশকতা। লালচকের কাছে শ্রীনগরের বাজার বিস্ফোরণে কেঁপে উঠল সোমবার দুপুরে। বহু মানুষ জখম হয়েছেন। একটি সূত্রের দাবি, কমপক্ষে ১৫ জন জখম হয়েছেন, একজনের মৃত্যুও হয়েছে। সেসময় বাজারে কেনাকাটার ভিড় ছিল।
উত্তর কাশ্মীরের সোপোরে গত ২৮ অক্টোবর গ্রেনেড হামলায় প্রায় ১৯-২০ জনের জখম হওয়ার দিনকয়েক বাদেই ঘটল আজকের হামলা। কারা নাশকতা চালিয়েছে, জানা যায়নি। কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি এখনও।
৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা হয়েছে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে। এর জেরে সম্ভাব্য সন্ত্রাস, হিংসা মোকাবিলায় অনির্দিষ্টকালের কার্ফু জারি হয়। যোগাযোগ সংক্রান্ত একাধিক বিধিনিষেধ চাপানো হয়। পরে ধীরে ধীরে পোস্ট পেড মোবাইল, ল্যান্ডলাইন পরিষেবা ফের চালু হলেও এখনও মিলছে না প্রিপেড মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। প্রশাসনিক ভাবে জম্মু ও কাশ্মীর ও লাদাখ এখন দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে।
আন্তর্জাতিক স্তরে পাকিস্তান কাশ্মীর নিয়ে সরব হলেও সফল হয়নি। ভারতের পাশেই অধিকাংশ দেশ। গত সপ্তাহে উপত্যকা ঘুরে গিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির এক প্রতিনিধিদল। তারা পা রাখার আগের দিনই সোপোরে হোটেল প্লাজার কাছে বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলা হয়।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
শ্রীনগরে গ্রেনেড বিস্ফোরণ, জখম বহু, হত ১
Web Desk, ABP Ananda
Updated at:
04 Nov 2019 02:07 PM (IST)
উত্তর কাশ্মীরের সোপোরে গত ২৮ অক্টোবর গ্রেনেড হামলায় প্রায় ১৯-২০ জনের জখম হওয়ার দিনকয়েক বাদেই ঘটল আজকের হামলা। কারা নাশকতা চালিয়েছে, জানা যায়নি। কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি এখনও।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -