সাতারা: হাতে পড়ে রয়েছে মাত্র ৩ টাকা। অথচ সামনে হাজার হাজার টাকার মালিকানাহীন নোট। এই অবস্থায় লোভ সামলানো খুব কম লোকের পক্ষেই সম্ভব। কিন্তু এমনই বিরল নজির তৈরি করলেন মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা ধানজি জগদালে। প্রকৃত মালিকের হাতে ওই টাকা তুলে দিয়েছেন তিনি।
৫৪ বছরের জগদালে ছোটখাট কাজকর্ম করে দিন গুজরান করেন। দীপাবলীর রাতে বাস স্টপে ৪০ হাজার টাকা পড়ে থাকতে দেখেন তিনি। জগদালে জানিয়েছেন, সেদিন কোনও কাজে দহিবাড়ি এলাকা যান তিনি, ফেরার জন্য আসেন বাস স্টপে। দেখেন, পড়ে রয়েছে নোটের বান্ডিল। আশপাশের লোকজনকে এ নিয়ে প্রশ্ন করতে করতে দেখতে পান, একজন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে কিছু একটা খুঁজে চলেছেন। তিনি বুঝতে পারেন, ওই টাকা আসলে কার।
নোটের মালিক তাঁকে জানিয়েছেন, বান্ডিলে ৪০ হাজার টাকা ছিল। স্ত্রীর অস্ত্রোপচারের জন্য টাকা তুলেছিলেন। জগদালের সততায় অভিভূত ওই ব্যক্তি তাঁকে ১০০০ টাকা দিতে চান কিন্তু তিনি অস্বীকার করেন। শুধু ৭ টাকা চেয়ে নেন তাঁর কাছ থেকে কারণ দহিবাড়ি থেকে তাঁর গ্রাম পিঙ্গালির বাসভাড়া ১০ টাকা আর তাঁর কাছে শুধু ৩ টাকা ছিল।
এই ঘটনা প্রকাশ্যে আসতে সাতারার বিজেপি বিধায়ক শিবেন্দ্ররাজ ভোঁসলে, প্রাক্তন সাংসদ উদয়নরাজ ভোঁসলে ও বেশ কয়েকটি সংগঠন জগদালেকে সম্মানিত করেছে। যদিও আর্থিক পুরস্কার ফিরিয়ে দিয়েছেন তিনি। বর্তমানে আমেরিকা প্রবাসী সাতারার এক বাসিন্দা তাঁকে ৫ লাখ টাকা দিতে চান, জগদালে তাও প্রত্যাখ্যান করেছেন। তাঁর বক্তব্য, অন্যের টাকা নিলে জীবনে আনন্দ আসে না। তিনি শুধু এই বার্তাই দিতে চান, যে নিজের মর্যাদা রক্ষা করে, মাথা উঁচু করে বাঁচা উচিত।
পকেটে মাত্র ৩ টাকা, বাস স্ট্যান্ডে কুড়িয়ে পাওয়া ৪০,০০০ টাকা ফেরত দিলেন মহারাষ্ট্রের বাসিন্দা
ABP Ananda, Web Desk
Updated at:
04 Nov 2019 11:53 AM (IST)
তাঁর বক্তব্য, অন্যের টাকা নিলে জীবনে আনন্দ আসে না। তিনি শুধু এই বার্তাই দিতে চান, যে নিজের মর্যাদা রক্ষা করে, মাথা উঁচু করে বাঁচা উচিত।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -