আমদাবাদ: গুজরাতের পাঁচটি পুরসভার ৯টি আসনে উপনির্বাচনে ৬টিতে জয় পেল বিজেপি। কংগ্রেস জয় পেয়েছে তিনটি আসনে। অন্য পাঁচটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে বিজেপি। এক নির্দল প্রার্থীও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে।
রাজ্য নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘১০টি পুরসভার ১৫টি আসনে উপনির্বাচন ঘোষণা করা হয়। এর মধ্যে ৬টি আসনে পাঁচ বিজেপি ও এক নির্দল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান। বাকি ৯টি আসনে ভোটগ্রহণ করা হয় ৭ জুলাই। আজ ভোটগণনা করা হয়। বিজেপি ৬টি আসনে এবং কংগ্রেস তিনটি আসনে জয় পেয়েছে।’
ফল প্রকাশিত হওয়ার পর বিজেপি মুখপাত্র ভরত পাণ্ড্য বলেছেন, ‘১৫টি আসনের মধ্যে ১১টিতে জয় প্রমাণ করে দিচ্ছে, দল মানুষের সমর্থন পাচ্ছে। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি গুজরাতে ২৬টি আসন পাওয়ার পর এবার এই জয় পেল।’
গুজরাতে পুরসভা উপনির্বাচনে ৬টি আসনে জয় বিজেপির, কংগ্রেস পেল ৩টি
Web Desk, ABP Ananda
Updated at:
09 Jul 2019 10:44 PM (IST)
রাজ্য নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ১০টি পুরসভার ১৫টি আসনে উপনির্বাচন ঘোষণা করা হয়। এর মধ্যে ৬টি আসনে পাঁচ বিজেপি ও এক নির্দল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -