জম্মু: সন্ত্রাসবাদী হামলা ঠেকাতে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারের সাধারণ মানুষকে সেনার পোশাক না পরার অনুরোধ জানাল পুলিশ। স্থানীয় দোকানগুলির মালিকদেরও এই ধরনের পোশাক বিক্রি করতে বারণ করা হয়েছে। কারণ, অনেক সময়ই সেনার পোশাক পরে হামলা চালায় জঙ্গিরা। সেটা ঠেকানোর জন্যই এই উদ্যোগ নিয়েছে পুলিশ। কিশতওয়ারের যুবকদের সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে প্রচারের মাধ্যমে সচেতনতা তৈরির আর্জিও জানানো হয়েছে।
কিশতওয়ার পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দেশ-বিরোধী লোকজন ও সন্ত্রাসবাদীরা সেনার পোশাক পরে নিজেদের নিরাপত্তারক্ষী হিসেবে পরিচয় দিয়ে হামলা চালায়। সেই কারণে সাধারণ মানুষকে সেনার পোশাক না পরতে বলা হচ্ছে এবং দোকানদারদের এই পোশাক বিক্রি বন্ধ করতে বলা হয়েছে। কোনও দোকানদার যদি সেনার পোশাক বিক্রি করতে চান, তাহলে তাঁকে থানা থেকে অনুমতি নিতে হবে। সেনার পোশাকের অপব্যবহার রোখার জন্য যুবকদের সোশ্যাল মিডিয়ায় সচেতনতা তৈরির আর্জি জানানো হয়েছে। জঙ্গিরা যাতে সেনার পোশাক পরে নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে না পারে, সেটা নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
এক দশক আগে কিশতওয়ারকে সন্ত্রাসবাদী হামলামুক্ত অঞ্চল ঘোষণা করা হয়েছিল। কিন্তু গত বছরের ১ নভেম্বর একটি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে আরএসএস নেতা চন্দ্রকান্ত শর্মা ও তাঁর নিরাপত্তারক্ষীকে খুন করে জঙ্গিরা। এরপরেও এই অঞ্চলে একাধিকবার হামলা চালিয়েছে জঙ্গিরা। সেই কারণেই সতর্ক হয়ে গিয়েছে পুলিশ।
সেনার পোশাক পরবেন না, জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে সাধারণ মানুষকে বার্তা পুলিশের
Web Desk, ABP Ananda
Updated at:
09 Jul 2019 07:51 PM (IST)
কিশতওয়ারের যুবকদের সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে প্রচারের মাধ্যমে সচেতনতা তৈরির আর্জিও জানানো হয়েছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -