ভদোদরা: বক্তব্য রাখার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চেই সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তাঁকে আমদাবাদের ইউ এন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী নীতীন পটেল। তিনি আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। তবে তিনি আপাতত সম্পূর্ণ সুস্থ।


ইউ এন মেহতা হাসপাতালের ডিরেক্টর আর কে পটেল জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী আপাতত স্থিতিশীল। তাঁর ইসিজি, সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক। ভয়ের কোনও কারণ নেই। তবে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য তাঁকে ২৪ ঘণ্টা হাসপাতালে রাখা হবে।’



পরের রবিবার, ২১ তারিখ গুজরাতে পুর নির্বাচন। তারই প্রচারে এদিন ভদোদরায় যান গুজরাতের মুখ্যমন্ত্রী। তিনি তারসালি ও করেলিবাগে ভোটের প্রচারসভায় যোগ দেওয়ার পর নিজামপুরা অঞ্চলে যান। সেখানে মঞ্চে বক্তব্য পেশ করার সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন। পিছন থেকে এক নিরাপত্তারক্ষী এসে তাঁকে ধরার চেষ্টা করেন। আরও কয়েকজন ছুটে আসেন। কিন্তু গুজরাতের মুখ্যমন্ত্রীকে দাঁড় করিয়ে রাখা সম্ভব হয়নি। তিনি প্রথমে হাঁটু মুড়ে বসে পড়েন, তারপর শুয়ে পড়েন। মঞ্চেই প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে আমদাবাদে নিয়ে গিয়ে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত ক্লান্তি ও রক্তচাপ কমে যাওয়ার ফলেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে।


এ বিষয়ে বিজেপি নেতা ভরত দাঙ্গের জানিয়েছেন, ‘গত দু’দিন ধরেই মুখ্যমন্ত্রীর শরীর ভাল ছিল না। কিন্তু তা সত্ত্বেও তিনি শনিবার জামনগরে এবং রবিবার ভদোদরায় প্রচার কর্মসূচি বাতিল করেননি। তার ফলেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন।’


২১ তারিখ ভদোদরা সহ গুজরাতের ৬টি পুরসভার নির্বাচন। এরপর ২৮ তারিখ পঞ্চায়েত নির্বাচন। এখন জোরকদমে তারই প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি।