আমদাবাদ: অনির্দিষ্টকাল অনশনের ১৪তম দিনে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হল গুজরাতের পাতিদার নেতা হার্দিক পটেলকে। পাতিদার অনামত আন্দোলন সমিতি (পাস)-এর তরফে এমনটাই জানানো হয়েছে।





সংগঠনের মুখপাত্র মনোজ পানারা জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অনেকেই হার্দিককে পরামর্শ দেন হাসপাতালে ভর্তি হতে। তাতে আপত্তি করেননি তরুণ নেতা। এরপরই, হার্দিককে সোলা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়।



বুধবার হার্দিকের সঙ্গে আলোচনা শুরু করার জন্য গুজরাত সরকারকে ২৪-ঘণ্টার চূড়ান্ত সময়সীমা দিয়েছিল পাস। তা শেষ হওয়ার পর, বৃহস্পতিবার থেকে জল পর্যন্ত নেওয়া বন্ধ করে দেন হার্দিক। এদিন মনোজ বলেন, হার্দিকের আন্দোলন চলবে। জানা গিয়েছে, তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।