মুজফফরনগরে গৃহকর্তার ৭ বছরের ছেলেকে অপহরণ করে খুন, পরিচারকের যাবজ্জীবন
Web Desk, ABP Ananda | 07 Sep 2018 06:50 PM (IST)
মুজফফরনগর: রক্ষকই ভক্ষক! যে বাড়িতে পরিচারক হিসেবে কাজ করত, সেই বাড়ির মালিকেরই সাত বছরের ছেলেকে অপহরণ করে খুন করে এক যুবক। নৃশংস এই ঘটনা উত্তরপ্রদেশের মুজফফরনগরের। সুরজ নামে ওই যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সেইসঙ্গে তার ৪৫,০০০ টাকা জরিমানাও হয়েছে। সরকারি আইনজীবী জিতেন্দ্র ত্যাগী জানিয়েছেন, কাজে ভুল করায় সুরজকে মারধর করেন গৃহকর্তা। সেই রাগেই সে তাঁর ছেলেকে খুন করার সিদ্ধান্ত নেয়। ২০১৩ সালের ২৭ অক্টোবর শিশুটিকে ভুলিয়ে ভোরাকালা থানা এলাকার মুথবার গ্রামে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। সেই কারণেই সাজা দিয়েছেন বিচারপতি গৌরব কুমার শ্রীবাস্তব।