আমদাবাদ: গুজরাতে পঞ্চায়েত উপনির্বাচনে ৩৩টি আসনের মধ্যে ২৯টিতেই জয় পেল বিজেপি। এর মধ্যে তিনটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে পদ্ম শিবির। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে মাত্র তিনটি আসন। অপর একটি আসনে জয় পেয়েছেন নির্দল প্রার্থী।


আজ গুজরাত নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘৩৩টি আসনের মধ্যে তিনটি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। বাকি ৩০টি আসনে ভোটগ্রহণ করা হয় রবিবার। ২৬টি আসনে জয় পেয়েছে বিজেপি। কংগ্রেস তিনটি আসন পেয়েছে এবং নির্দল প্রার্থী একটি আসনে জয় পেয়েছেন।’

ফল প্রকাশের পর মানুষকে ধন্যবাদ জানিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। গুজরাতের বিজেপি সভাপতি জিতু ভাগানি বলেছেন, ‘গ্রামের মানুষ ও কৃষকদের ভুল বোঝানোর চেষ্টা করেছিল কংগ্রেস। কিন্তু মানুষ তাঁদের উপযুক্ত জবাব দিয়েছেন। বিরোধী দলগুলির ভেদাভেদের রাজনীতি প্রত্যাখ্যাত হয়েছে।’

কংগ্রেস মুখপাত্র মণীশ দোশী বলেছেন, তাঁরা মানুষের এই রায় মেনে নিচ্ছেন। কী কারণে এই ফল হল, সেটা তাঁরা বোঝার চেষ্টা করবেন।