পঞ্চকুলা: ২০১৭ সালে পঞ্চকুলায় হিংসা সংক্রান্ত মামলায় জামিন পেলেন গুরমিত রাম রহিম সিংহের পালিতা কন্যা হানিপ্রীত ইনসান ওরফে প্রিয়ঙ্কা তানেজা। কয়েকদিন আগেই তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহিতার মামলা খারিজ হয়ে যায়। এরপর আজ সকালে আদালতে জামিনের আর্জি জানান হানিপ্রীত। তাঁর সেই আর্জি মঞ্জুর হয়।


১৯৯৯ সালে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ডেরা সচ্চা সৌদা প্রধান রাম রহিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ২০১৭ সালের ২৫ অগাস্ট সিবিআই আদালত ডেরা প্রধানকে দোষী সাব্যস্ত করে। এরপরেই পঞ্চকুলা ও সিরসায় রাম রহিমের ভক্তরা তাণ্ডব শুরু করেন। দিল্লি এবং পঞ্জাবের কিছু অংশেও ছড়িয়ে পড়ে হিংসা। অন্তত ৩৮ জনের মৃত্যু হয় এবং ২৬৪ জন আহত হন। এরপর হানিপ্রীত, ডেরা মুখপাত্র আদিত্য ইনসান ও পবন ইনসানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, হিংসায় উস্কানি দেওয়া এবং রাম রহিমকে পালাতে সাহায্য করার জন্য চক্রান্তের অভিযোগে মামলা দায়ের করা হয়। আজ হানিপ্রীত জামিন পেলেও, তাঁর বিরুদ্ধে এখনও ভারতীয় দণ্ডবিধির কয়েকটি ধারায় মামলা চলছে।