পোর্ট অ প্রিন্স: নিজের বাড়িতেই খুন হলেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস। গুরুতর জখম অবস্থায় তাঁর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রাজনৈতিক কারণেই এই হামলা।


ঘটনা প্রসঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ক্লাউড জোসেফ জানিয়েছেন, 'বুধবার ভোরে জোভেনেলের বাসভবনে ভয়াবহ হামলা চালানো হয়। সূত্রের খবর, একদল ব্যক্তি হঠাৎই তাঁর বাড়িতে চড়াও হয়। তাঁরা স্প্যানিশ ভাষায় কথা বলছিল বলে জানা গিয়েছে। এ দিনের হামলায় গুরুতর আহত হন রাষ্ট্র প্রধান এবং তাঁর মৃত্যু হয়।'


জোসেফ আরও জানিয়েছেন, 'ঘটনায় তাঁর স্ত্রীও গুলিবিদ্ধ হয়েছিলেন, কিন্তু বেঁচে যান তিনি। এই 'জঘন্য, অমানবিক ও বর্বর আচরণ'-এর তীব্র নিন্দা করেছেন তিনি। পাশাপাশি শান্তির বার্তা দিয়ে তিনি বলেছেন, 'রাষ্ট্রের সুরক্ষা নিশ্চিত করতে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের জয় হবে।'


বিস্তারিত আসছে...