ধরমশালা : মুখে বাহারি মাস্ক, আর হাতে হলুদ লাঠি। ভিড়ে ঠাসা বাজারে মাস্কহীন কাউকে দেখলেই সেই লাঠি উঁচিয়ে খুদের জিজ্ঞাসা 'মাস্ক কোথায় তোমার?' সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল এক খুদের মাস্ক সতর্কবার্তা। জানা গিয়েছে, ভিডিওটি ধরমশালার। একদিকে যেমন খুদের মাস্ক সচেতচনতার বার্তা প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের, অন্যদিকে একাধিক লোকের মাস্ক ছাড়া বাজারে ঘুরে বেড়ানো নিয়ে কোভিড আবহে তৈরি হয়েছে আশঙ্কার মেঘ।
হিমাচল প্রদেশের শৈলশহর ধরমশালার এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বাজারে দাঁড়িয়ে কার্যত প্রায় সবাইকেই মাস্ক নিয়ে সতর্কবার্তা দিতে হচ্ছে খুদেকে। বিভিন্ন বয়সের পর্যটক থেকে স্থানীয়রা, বাজারে ঠাসা ভিড়ে ঘুরে বেড়ালেও তাদের কারোর মুখেই নেই মাস্কের বালাই। তাই কার্যত অনর্গল লাঠি উঁচিয়ে খুদেটিকে বলতে শোনা যাচ্ছে একই বুলি। মাস্ক কোথায় জানতে চাওয়ার পাশাপাশি কাউকে কাউকে হলুদ লাঠির হালকা টোকা দিয়ে তাঁর কথা গুরুত্ব সহকারে নেওয়ার বিষয়টিতেও জোর দিয়েছে খুদেটি।
মাস্কহীন অনেককেই দেখা গেছে খুদের কার্যকলাপ দেখে মাস্কহীন অবস্থায় পাশ কাটিয়ে সরে পড়তে। আবার অনেকে স্নেহের হাত বুলিয়ে দিয়েছেন তাঁর মাথায়। হয়তো নিজের ভুলের কিছুটা অনুতাপের জেরেই। কিন্তু এই ভিডিও সামনে আসার পর তৈরি হয়েছে অন্য একটি আশঙ্কা। এমনিতেই ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কমলেও তৃতীয় ঢেউ দ্রুত আছড়ে পড়তে পারে আশঙ্কার প্রহর গোণা শুরু হয়ে গিয়েছে। এইমসের অধিকর্তা রণদীপ গুলেরিয়া রীতিমতো সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, করোনা বিধি নিষেধে ঢিলেমি দেওয়ার জেরেই এমনটা হওয়ার আশঙ্কা। ধরমশালার এই ভাইরাল ভিডিও সেই আশঙ্কাই উসকে দিল।
এমনিতেই কোভিড পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় পর্যটকদের জন্য ফের রাজ্যের দরজা খুলে দিয়েছে হিমাচল প্রদেশ সরকার। যার ফলে ইতিমধ্যে দেখা গিয়েছে মানালিতে পর্যটকদের থিকথিকে ভিড়। একই অবস্থা সিমলা, ধরমশালার মতো শহরেও। সব জায়গাতেই বিপুল সংখ্যায় ভিড় জমিয়েছেন পর্যটকরা। এর মাঝেই অনেকের মধ্যে কোভিডের বিধি নিষেধ না মানার যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতেই কোভিডের তৃতীয় ঢেউ প্রবলভাবে দ্রুত আছড়ে পড়ার কালো মেঘ দেখছেন অনেকেই।