নয়াদিল্লি: গত ১১ সেপ্টেম্বর নিয়ন্ত্রণ রেখায় হাজিপুর সেক্টরে বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছিল পাক সেনা। ভারতীয় জওয়ানরা এর পাল্টা জবাব দেন। ভারতীয় বাহিনীর গুলিতে দুই পাক সেনার মৃত্যু হয়েছিল। ওই দুই নিহত সেনার দেহ নিতে সাদা পতাকা হাতে নিয়ে এল পাক সেনা। সাদা পতাকার অর্থ আত্মসমর্পণ বা সন্ধির বার্তা। সংবাদসংস্থার খবর অনুসারে, ভারতীয় বাহিনীর গুলিতে পাক অধিকৃত কাশ্মীরে হাজিপুর সেক্টরে নিহত পাক সেনার সিপাই গুলাম রসুল পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগরের বাসিন্দা। ১০ ও ১১ সেপ্টেম্বর রাতে ভারতীয় বাহিনীর পাল্টা গুলি বর্ষণে তার মৃত্যু হয়।
দেহ উদ্ধারের ক্ষেত্রে দুবারের প্রয়াস ব্যর্থ হওয়ার পর শুক্রবার পাক সেনারা সাদা পতাকা দেখিয়ে নিহত দুই সেনার দেহ নিতে আসে। ওই ঘটনার ভিডিও সংবাদসংস্থা এএনআই শেয়ার করেছে।





প্রথমে কভার ফায়ারের মাধ্যমে দেহ উদ্ধারের চেষ্টা করে। কিন্তু এই চেষ্টা চালাতে গিয়ে আরও এক পাক সেনার মৃত্যু হয়।

সূত্রের খবর, ভারতীয় বাহিনী মৃতদের প্রতি কোনওরকম অশ্রদ্ধা প্রদর্শন করে না। সেজন্য সাদা পতাকা দেখানোর পর পাক সেনাদের ওই দুটি দেহ উদ্ধার করে নিয়ে যেতে দিয়েছে।