শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের হান্দওয়ারা জেলায় টানা তিন দিন ধরে চলছে গুলির লড়াই। ইতিমধ্যেই তিন সিআরপিএফ জওয়ান এবং জম্মু ও কাশ্মীর পুলিশের দুই কর্মীর মৃত্যু হয়েছে। ৫৬ ঘণ্টা ধরে গুলির লড়াই চলার পর অবশেষে দুই জঙ্গিকে খতম করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে।
২৮ ফেব্রুয়ারি রাত ৯টায় হান্দওয়ারার বাবাগুন্দ অঞ্চলে জঙ্গিদের নিকেশ করার জন্য অভিযান শুরু করেন নিরাপত্তারক্ষীরা। ১ মার্চ বিস্ফোরণের পর জঙ্গিরা খতম হয়েছে ভেবে তারা যে বাড়িতে লুকিয়েছিল, সেখানে ঢুকে পড়েন নিরাপত্তারক্ষীরা। তাঁরা যখন ধ্বংসস্তুপ পরীক্ষা করছিলেন, তখন জঙ্গিরা আড়াল থেকে গুলি চালাতে শুরু করে। তখনই চার নিরাপত্তারক্ষীর মৃত্যু হয় এবং ৯ জন জখম হন। এরপর জঙ্গিরা অন্য একটি বাড়িতে লুকিয়ে পড়ে। গতকাল বিকেলে নিরাপত্তারক্ষীরা সেই বাড়িতে বিস্ফোরণ ঘটান। কিন্তু তারপরেও জঙ্গিরা খতম হয়েছে বলে জানা যায়নি। আজও চলছে সংঘর্ষ। জখম হওয়া আরও এক সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে।
হান্দওয়ারায় তিন দিন ধরে চলছে গুলির লড়াই, পাঁচ নিরাপত্তারক্ষীর মৃত্যু, খতম দুই জঙ্গি
Web Desk, ABP Ananda
Updated at:
03 Mar 2019 10:45 AM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -