নয়াদিল্লি: পাকিস্থানে গুরুদ্বার নানকানা সাহিবে পাথর ছোড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পর থেকেই নিন্দার ঝড় বইছে বিভিন্ন মহলে। এই স্থান  শিখ ধর্মের প্রবক্তা গুরু নানকের জন্মস্থান। ওই ভিডিওতে দেখা  গেছে,  সেদেশের নানকানা সাহিব গুরুদ্বার ঘেরাও করে পাথর ছুঁড়ছে ক্ষিপ্ত জনতা। এমনকী শিখ সম্প্রদায়ের মানুষদের মেরে তাড়ানোর হুমকি দেওয়া হচ্ছে।
যদিও পাক বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে,  নানকানা সাহিব ঘিরে দুটি মুসলিম গোষ্ঠীর মধ্যে মারামারি হয়, এতে ধর্মস্থানের ক্ষতি হয়নি।



সূত্রের খবর, শুক্রবার নানকানা সাহিবের পাথর নিক্ষেপকারীরা আসলে মহম্মদ হাসান বলে একটি ছেলের উপর ‘পুলিশী অত্যাচার’-এর বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেছে। হাসানের বিরুদ্ধে অভিযোগ, সে একটি শিখ মেয়েকে বিয়ের আগে ধর্মান্তরিত করতে বাধ্য করেছিল।
এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ। একটি ভিডিও শেয়ার করে হরভজন লিখেছেন, "জানি না, কিছু লোকের কী সমস্যা, তারা শান্তিতে থাকতে পারে না ... মহম্মদ হাসান খোলাখুলি নানকানা সাহিব গুরুদ্বারকে ধ্বংস করার এবং সেই জায়গায় মসজিদ বানানোর হুমকি দিচ্ছেন ... এটি দেখে অত্যন্ত খারাপ লাগছে"।



হরভজন আরও লেখেন, "ঈশ্বর এক, তাঁকে ভাগ করবেন না, একে অন্যের প্রতি ঘৃণা ছড়াবেন না। ... আসুন মানবিক হই এবং একে অপরের সম্মান বজায় রাখি ... মহাম্মদ হাসান নানকানা সাহিব গুরুদ্বারকে ধ্বংস করে সেই জায়গায় মসজিদ তৈরির হুমকি দিচ্ছেন।...ইমরান খান দয়া করে ব্যবস্থা নিন।"নানকানা সাহিবের ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। শিখ সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা বাড়াতে পাকিস্তানকে দ্রুত পদক্ষেপ করতে বলেছে বিদেশমন্ত্রক।