ইসলামাবাদ: উন্মত্ত পাক জনতার হাতে শিখদের অতি গুরুত্বপূর্ণ ধর্মস্থান নানকানা সাহিব অপবিত্র হয়েছে বলে যে খবর তা অস্বীকার করল পাকিস্তান। পাক বিদেশ মন্ত্রক মধ্যরাতে বিবৃতি দিয়েছে, পাক পঞ্জাব প্রদেশ প্রশাসন নানকানা সাহিব ঘিরে দুটি মুসলিম গোষ্ঠীর মধ্যে মারামারি হয়, এতে ধর্মস্থানের ক্ষতি হয়নি।


গুরুদ্বার নানকানা সাহিবের অন্যতম নাম গুরুদ্বার জন্মস্থান, শিখদের প্রথম ধর্মগুরু নানকদেব এখানে জন্মগ্রহণ করেন। শিখ ধর্মাবলম্বীদের পবিত্রতম এই ধর্মস্থানটি দেশভাগের পর পড়েছে পাক পঞ্জাব প্রদেশে। পাক সরকারের দাবি, চায়ের দোকানে সামান্য ঝামেলার জেরে গতকাল নানকানা সাহিব ঘিরে গন্ডগোল হয়, জেলা প্রশাসন তৎক্ষণাৎ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা চলছে, তা ঠিক নয়, গুরুদ্বার পুরোপুরি অক্ষত রয়েছে। দাবি পাক বিদেশ মন্ত্রকের।

গতকাল ভারতীয় সংবাদপত্রে খবর বার হয়, গুরুদ্বার নানকানা সাহিবের ওপর হামলা চালিয়েছে স্থানীয় একদল বাসিন্দা। শিখ তীর্থযাত্রীদের ওপর পাথরও ছুঁড়েছে তারা। বিদেশ মন্ত্রক বলেছে, নানকানা সাহিব শহরে পাকিস্তানের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের ওপর অত্যাচার চলছে। পবিত্র স্থানে এ ধরনের হামলা ভারত সরকার কড়া নিন্দা করে, যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব কঠোর পদক্ষেপ করুক পাকিস্তান।