চেন্নাই: এক ব্যবসায়ীর বিরুদ্ধে চার কোটি টাকা প্রতারণার অভিযোগ আনলেন হরভজন সিংহ। এই ক্রিকেটারের অভিযোগ, এক বন্ধুর মাধ্যমে জি মহেশ নামে ওই ব্যক্তির সঙ্গে তাঁর আলাপ হয়। ২০১৫ সালে তিনি ঋণ হিসেবে মহেশকে চার লক্ষ টাকা দেন। কিন্তু সেই টাকা ফেরত দেননি মহেশ। তাঁর সঙ্গে যখনই যোগাযোগ করার চেষ্টা করেছেন, তখনই এড়িয়ে গিয়েছেন। এরপর এ বছরের অগাস্টে ২৫ লক্ষ টাকার একটি চেক দেন মহেশ। কিন্তু সেই চেক বাউন্স করে। এরপরেই তাঁর বিরুদ্ধে চেন্নাইয়ের পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন হরভজন। এর পরিপ্রেক্ষিতে মাদ্রাজ হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছেন মহেশ।

পুলিশ সূত্রে খবর, চেন্নাইয়ের উঠান্ডি অঞ্চলে জুহু বিচ রোডে থাকেন মহেশ। তাঁর বিরুদ্ধে হরভজন অভিযোগ দায়ের করার পর অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারকে বিষয়টি দেখতে বলেন পুলিশ কমিশনার। মহেশকে তলব করেন এসিপি। এরপরেই হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন জানান মহেশ। তাঁর দাবি, সম্পত্তি জামানত রেখেই হরভজনের কাছ থেকে ঋণ নেন। হরভজন সেই সম্পত্তির ‘পাওয়ার অফ অ্যাটর্নি’ হিসেবে নিজের নাম নথিভুক্তও করেছেন। এই ক্রিকেটারের সব পাওনা মিটিয়ে দিয়েছেন বলেও দাবি মহেশের।