নয়াদিল্লি: তরুণ বয়সে ডায়েরি লেখার অভ্যাস ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি প্রতি রাতে ‘জগৎজননী’-কে উদ্দেশ্য করে চিঠি লিখতেন। ১৯৮৬ সালের ডায়েরি থেকে সেই চিঠিগুলি নিয়ে এবার বই আকারে প্রকাশ করছে হার্পারকলিন্স সংস্থা। গুজরাতি থেকে ইংরাজিতে মোদির চিঠি অনুবাদ করেছেন বিখ্যাত চলচ্চিত্র সমালোচক ভাবনা সোমায়া। তিনি জানিয়েছেন, ‘চিঠিগুলির মধ্যে তীব্রতা ও অস্থিরতা ফুটে উঠেছে। মোদি এটা গোপন করার চেষ্টা করেননি। সেটাই তাঁর প্রধান আকর্ষণ।’


আগামী মাসে ই-বুক ও হার্ডব্যাক হিসেবে এই বই প্রকাশিত হবে বলে জানা গিয়েছে।

এ বিষয়ে মোদি জানিয়েছেন, ‘আমি সাহিত্য লেখার চেষ্টা করিনি। আমার পর্যবেক্ষণ এবং অবিন্যস্ত ভাবনা অবিকৃতভাবে এই বইয়ে ফুটে উঠছে। আমি লেখক নই। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই লেখক নন। তবে সবাই নিজেদের ভাবনা প্রকাশ করতে চায়। যখন ভাবনা আমাদের পেয়ে বসে, তখন হাতে কাগজ-কলম তুলে নেওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। লেখা জরুরি না, হৃদয়ে ও মস্তিষ্কে যা চলছে, সেটা কী এবং কেন, এটা জানা জরুরি।’

তরুণ বয়সে মোদি রোজ রাতে ঘুমনোর আগে জগৎজননীকে উদ্দেশ্য করে চিঠি লিখতেন। দুঃখ, আনন্দ সহ বিভিন্ন মানসিক অবস্থা এবং ঘটনার কথা উল্লেখ করা হয় সেই চিঠিগুলিতে।

প্রকাশক সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘মোদির চিঠির মধ্যে একজন তরুণের উৎসাহ এবং পরিবর্তনের সঙ্গী হওয়ার বাসনা ফুটে উঠেছে। তবে তিনি কয়েক মাস ধরে চিঠি লেখার পর সেগুলি পুড়িয়ে ফেলতেন। ১৯৮৬ সালের একটি ডায়েরিই অক্ষত আছে। এই প্রথম মোদির চিঠি ইংরাজিতে প্রকাশিত হচ্ছে।’