রেওয়ারি: হরিয়ানার মহেন্দ্রগড় জেলায় গণধর্ষণের শিকার হলেন ১৯ বছরের এক তরুণী। অত্যন্ত মেধাবী এই ছাত্রী সিবিএসই-র পরীক্ষায় প্রথম হন, এমনকী রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন।


মহেন্দ্রগড় জেলার কানিনা এলাকায় ঘটেছে এই ঘটনা। অভিযোগ, বুধবার অন্তত ১২ জন যুবক একটি গাড়িতে করে এসে তাঁকে অপহরণ করে। তারপর পানীয়র সঙ্গে নেশার ওষুধ খাইয়ে তাঁকে গণধর্ষণ করা হয়। তারপর ওই ছাত্রীকে একটি বাস স্টপের কাছে ফেলে চম্পট দেয় তারা। তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মহেন্দ্রগড় পুলিশ। মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার বলেছেন, অপরাধীরা কোনওভাবেই পার পাবে না।

অভিযোগ, ওই ছাত্রীর পরিবারের লোকজন যখন এফআইআর দায়ের করতে যান, তখন পুলিশ তাদের বলে, অন্য থানায় যেতে কারণ অপরাধ তাদের এলাকায় ঘটেনি। শেষ মেষ দায়ের করা হয় জিরো এফআইআর, যার অর্থ, অপরাধ যে এলাকাতেই হোক, অন্য যে কোনও থানায় অভিযোগ দায়ের করা, পরে সেটি নির্দিষ্ট থানায় বদলি করা। ছাত্রীর মা বলেছেন, প্রধানমন্ত্রী বলেন, বেটি বাঁচাও, বেটি পড়াও কিন্তু কীভাবে? আমি আমার মেয়ের জন্য বিচার চাই। পুলিশ এখনও কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

পুলিশ আশা করছে, আজ রাতের মধ্যেই তারা অপরাধীদের গ্রেফতার করতে পারবে।