নয়াদিল্লি: সিন্ধু নদের জল পাকিস্তানকে দেওয়া বন্ধ করে দেবে ভারত। সেই জল এনে দেওয়া হবে হরিয়ানার বাড়িতে বাড়িতে। আজ হরিয়ানার চরখি দাদরিতে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কথা বললেন।
প্রধানমন্ত্রী বলেছেন, ৭০ বছর ধরে যা হরিয়ানা ও অবশিষ্ট ভারতের কৃষকদের পাওয়ার কথা ছিল, সেই জল পাকিস্তানে চলে গিয়েছে। ‘মোদী এই জলদান বন্ধ করবে, নিয়ে আসবে আপনাদের বাড়িতে। এই জলে শুধু ভারত ও তার কৃষকদের অধিকার’।
হরিয়ানা ভোটের আর এক সপ্তাহও বাকি নেই। পরপর প্রচারসভায় ব্যস্ত রয়েছেন প্রধানমন্ত্রী। আজ চরখি দাদরির সভায় কাশ্মীরে ৩৭০ ধারা সংশোধন নিয়ে ভারত ও গোটা বিশ্বে অপপ্রচার করার জন্য কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি। বিজেপি সরকার সৎ ও স্বচ্ছ বলে দাবি করে তিনি বলেন, তারাই হরিয়ানায় ফের ক্ষমতায় ফিরবে। ‘দঙ্গল’ খ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুস্তিগীর ববিতা ফোগট বিজেপির হয়ে ভোটে লড়তে চলেছেন দাদরি আসন থেকে। তাঁর উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, হরিয়ানার মেয়েরা সব ক্ষেত্রে নিজেদের সাফল্যের স্বাক্ষর রেখেছেন। এমনকী চিনা প্রধানমন্ত্রী শি জিনপিং তাঁকে বলেছেন, দঙ্গল দেখেছেন তিনি।
পাকিস্তানে জল দেওয়া বন্ধ করে এখানে এনে দেব, হরিয়ানা ভোট প্রচারে হুঙ্কার মোদীর
ABP Ananda, Web Desk
Updated at:
15 Oct 2019 03:15 PM (IST)
প্রধানমন্ত্রী বলেছেন, ৭০ বছর ধরে যা হরিয়ানা ও অবশিষ্ট ভারতের কৃষকদের পাওয়ার কথা ছিল, সেই জল পাকিস্তানে চলে গিয়েছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -