৬৭ বছর বয়সি ভিজ এর আগে ট্যুইট করেছিলেন, তিনিই হরিয়ানার প্রথম স্বেচ্ছাসেবক হিসাবে ভ্যাকসিনের ডোজ নেবেন। সেইমতো গত ২০ নভেম্বর তাঁর শরীরে কোভ্যাক্সিনের একটি পরীক্ষামূলক ডোজ প্রয়োগ করা হয়। অম্বালার একটি হাসপাতালে এই ডোজ নেন তিনি। কিন্তু এবার তিনিই করোনা আক্রান্ত হলেন।
এদিকে, দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু, সুস্থতা। একইসঙ্গে বেড়েছে দৈনিক সংক্রমণ। দৈনিক মৃত্যুতে দেশে আজও তৃতীয় স্থানে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫২ জনের। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ১২৭ জনের। তালিকায় দ্বিতীয় স্থানে আছে দিল্লি। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৩ জনের।
দেশে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৭০০ জনের। মোট আক্রান্ত ৯৬ লক্ষ ৮ হাজার ২১১। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫১২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৪০। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৬৫২ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৬ হাজার ৫৯৪।
তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৯০ লক্ষ ৫৮ হাজার ৮২২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২ হাজার ৫৩৩ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৪২ হাজার ৯১৬। দেশে মৃত্যুর হার ১.৪৫ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৯৪.২৮ শতাংশ।
অন্যদিকে, বিশ্বে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। একইসঙ্গে কমেছে দৈনিক সুস্থতা। করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ১৫ লক্ষ ১৫ হাজার ৯৯০ জনের। আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৫৭ লক্ষ ৬০ হাজার ৯২৮।
এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৪ কোটি ২২ লক্ষ ৪৮ হাজার ৪৯৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ হাজার ৬৮৭ জনের। একদিনে সংক্রমিত ৬ লক্ষ ৪৯ হাজার ৬২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৯৬ হাজার ৬০০ জন।