চণ্ডীগড়:  সম্প্রতি হরিয়ানায় থানার ভিতরে এক মহিলা পুলিশকর্মীকে ধর্ষণের খবরে চাঞ্চল্য ছড়ায় গোটা দেশে। হরিয়ানা পুলিশের ওই মহিলা হেড কনস্টেবল অভিযোগ করেছেন তাঁকে একাধিকবার ধর্ষণ করেছে অপর এক হেড কনস্টেবল ও তার ভাই। যদিও থানার ভিতর মহিলা পুলিশকর্মীকে ধর্ষণ করা হয়েছে, সেখবর সঠিক নয় বলে দাবি করা হয়েছে সেরাজ্যের পুলিশের তরফে।

 

হরিয়ানার পালওয়ালের মহিলা থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন নির্যাতিতা মহিলা হেড কনস্টেবল। নির্যাতিতার দাবি, ২০১৪ সালে মূল অভিযুক্ত যোগিন্দরের সঙ্গে তাঁর আলাপ। তারপর থেকে তাঁদের মধ্যে যোগাযোগ রয়েছে। এদিকে ওই মহিলা ফরিদাবাদ, ঝিন্দ এবং পালওয়ালে থাকাকালে তাঁকে একাধিকবার ধর্ষণ করে যোগিন্দর, অভিযোগ নির্যাতিতার। এরপর ২০১৭ সালের জুনে যোগিন্দর তাঁকে তার ভাইয়ের সঙ্গে আলাপ করায়। সেও হেড কনস্টেবল পদে রয়েছে। তার বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ এনেছেন ওই মহিলা।

যোগিন্দর শুধু ধর্ষণই করেনি, ওই মহিলাকে ব্ল্যাকমেলও করেছে। তাদের ঘনিষ্ঠমুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে টাকা নিয়েছে। অভিযুক্ত যোগিন্দর এবং নির্যাতিতা, দুজনেই বিবাহিত বলে জানা গিয়েছে।