উত্তরপ্রদেশ সরকারের তরফে আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, হাথরাস মামলা নিয়ে একের পর এক ভাষ্য় ছড়ানো হচ্ছে, যা বন্ধ করা দরকার। কোনও বিশেষ স্বার্থান্বেষী মহল যাতে কুঅভিসন্ধি পূরণে মিথ্যা, ভুয়ো ব্য়াখ্যা ছড়াতে না পারে, হাথরাস মামলায় সিবিআই তদন্ত তা সুনিশ্চিত করবে।
রাজ্য সরকারের তরফে শীর্ষ আদালতে বলা হয়, হাথরাস মামলায় সুপ্রিম কোর্টের তদারকিতে সিবিআই তদন্ত করতে পারে।
গত ১৪ সেপ্টেম্বর দলিত মেয়েটিকে চারজন উচ্চবর্ণের লোক ধর্ষণ করে। ২৯ সেপ্টেম্বর দিল্লির হাসপাতালে সে মারা যায়। তড়িঘড়ি গভীর রাতে স্থানীয় পুলিশ তার দেহটি পুড়িয়ে দেওয়ায় নানা প্রশ্ন ওঠে। তাদের জোর করে পুলিশ রাতের অন্ধকারে অন্ত্যোষ্টি করতে বাধ্য করেছে বলে অভিযোগ করে মেয়েটির পরিবার। স্থানীয় পুলিশ কর্তারা অবশ্য পরিবারের ইচ্ছেতেই শেষকৃত্য হয়েছে বলে দাবি করেছেন।
হাথরাসের নির্যাতিতার জন্য় সুবিচার ও দোষীদের কঠোর সাজা চেয়ে দেশব্যাপী নিন্দার ঝড় উঠেছে। রাজ্য সরকার ইতিমধ্যেই হাথরাসের ঘটনার সিবিআই তদন্তের সুপারিশ করে ফরেনসিক ল্যাবরেটরির রিপোর্ট উদ্ধৃত করে ধর্ষণের অভিযোগ খারিজ করেছে তারা।