মন কী বাত-এ প্লাস্টিক-বর্জন আর প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রী মোদীর

নারী ও শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করাকে জাতীয় আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন মোদী

Continues below advertisement
নয়াদিল্লি: মহাত্মা গাঁধীর দেড়শোতম জন্মশতবার্ষিকীতে প্লাস্টিক-মুক্ত দেশ গঠনের ডাক দিলেন প্রধানমন্ত্রী। রবিবার ‘মন কী বাত’-এ নরেন্দ্র মোদী বলেন, ‘এ বছর ২ অক্টোবর বাপুর দেড়শোতম জন্মশতবার্ষিকী শুধুমাত্র স্বচ্ছ ভারত গড়ার অঙ্গীকারই করব না, প্লাস্টিকের বিরুদ্ধে বিপ্লবের সূচনাও করব। সারা দেশজুড়ে মানুষই এই বিপ্লবকে নেতৃত্ব দেবে।’ গাঁধীজয়ন্তীতে প্লাস্টিক-বর্জনের ডাক দিয়েছেন মোদী। বলেছেন, ‘সমস্ত পুরসভা, কর্পোরেশন, জেলা প্রশাসন, গ্রাম পঞ্চায়েত, সরকারি ও বেসরকারি সংস্থাকে  প্লাস্টিক-বর্জ্য সঞ্চয়ের উপায় ভাবতে হবে। প্লাস্টিক বর্জ্যের সঠিক নিষ্পত্তির জন্য কর্পোরেট সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে। প্লাস্টিককে পুনরায় ব্যবহারের উপযুক্ত করে তুলতে হবে। এ থেকে জ্বালানি তৈরি করা যায়। দীপাবলীর আগেই প্লাস্টিক বর্জ্য নিয়ে আমরা সুষ্ঠু সমাধানের পথ খুঁজে পেতে পারি।’ মোদীর প্রশ্ন, ‘এ ব্যাপারে গাঁধীজির চেয়ে বড় অনুপ্রেরণা আর কী হতে পারে?’ পাশাপাশি প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণের প্রয়োজনীয়তার কথাও বলেছেন মোদী। বলেছেন, ‘সংরক্ষণ নয়, এবার আমাদের সহানুভূতির কথা ভাবতে হবে। আমাদের পূর্বপুরুষরা বলে গিয়েছেন, বাঘ জঙ্গল রক্ষা করে, জঙ্গল বাঘেদের রক্ষা করে না। তাই আমাদের শুধু অরণ্য রক্ষা করলেই হবে না, বন্যপ্রাণও রক্ষা করতে হবে।’ মোদী যোগ করেছেন, ‘এটা নব্য ভারত। এখানে দ্বিগুণ গতিতে এগিয়ে লক্ষ্যপূরণ করা যায়। ২০১৯ সালেই আমরা দেশে বাঘের সংখ্যা দ্বিগুণ করেছি। ভারতে যে শুধু বাঘের সংখ্যা দ্বিগুণ হয়েছে তাই নয়, সংরক্ষিত বনাঞ্চল ও সম্প্রদায়ের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।’ পাশাপাশি নারী ও শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করাকে জাতীয় আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন মোদী।
Continues below advertisement
Sponsored Links by Taboola