নয়াদিল্লি: সিবিআই-এর অপসারিত ডিরেক্টর অলোক কুমার বর্মা ও জয়েন্ট ডিরেক্টর এ কে শর্মাকে সিভিসি দফতরে গিয়ে স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার দায়ের করা মামলা সংক্রান্ত ফাইল দেখার অনুমতি দিল দিল্লি হাইকোর্ট। আগামীকাল বিকেল সাড়ে চারটেয় সিভিসি দফতরে যাওয়ার অনুমতি পেয়েছেন বর্মা। তিনি যখন ফাইল দেখতে যাবেন, তখন সেখানে হাজির থাকবেন সিবিআই-এর পুলিশ সুপার সতীশ ডাগার। শুক্রবার সিভিসি দফতরে যেতে পারবেন শর্মা। বিচারপতি নাজমি ওয়াজিরি আরও জানিয়েছেন, আস্থানার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে যে এফআইআর করা হয়েছে, সেক্ষেত্রে ৭ ডিসেম্বর পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।

দিল্লি হাইকোর্টে শুনানির সময় বর্মা ও শর্মার আইনজীবীরা মৌখিকভাবে বলেন, আস্থানা তাঁদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের যে অভিযোগ এনেছেন, তার জবাব দেওয়ার জন্য ফাইল দেখে পুরনো ঘটনার স্মৃতি চাঙ্গা করা দরকার। এই আর্জি মঞ্জুর করেছে আদালত।

সিবিআই-এর ডিরেক্টর ও জয়েন্ট ডিরেক্টরের সংঘাত চরমে পৌঁছয়। দু’জনেই প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন। পরিস্থিতি এমন জায়গায় যায়, কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে বাধ্য হয়। আস্থানা ও বর্মা দু’জনকেই অপসারণ করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা এখনও চলছে।