নয়াদিল্লি: রাহুল গাঁধী ও সনিয়া গাঁধী তাঁদের ২০১১-১২ অর্থবর্ষের আয়কর অ্যাসেসমেন্ট পুনরায় চালুর পদক্ষেপ চ্যালেঞ্জ করে যে আবেদন করেছেন, তা খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। বিচারপতি এস রবীন্দ্র ভট্ট ও বিচারপতি এ কে চাওলার বেঞ্চ বলেছে, ওঁদের রিট পিটিশনগুলি দাঁড়ায়নি।
কংগ্রেস নেতা অস্কার ফার্নান্ডেজও একই অর্থবর্ষের আয়কর অ্যাসেসমেন্ট নতুন করে করার পদক্ষেপ চ্যালেঞ্জ করেন। তাঁর আবেদনও নাকচ করেছে বেঞ্চ।
আয় সংক্রান্ত তথ্য গোপন করা হয়েছে, তাই ফের রাহুলের ২০১১-১২ বছরের কর অ্যাসেসমেন্ট করা হচ্ছে বলে আয়কর দপ্তর জানানোর পর কংগ্রেসের ওই নেতারা তাকে চ্যালেঞ্জ করেন। গত ১৬ আগস্ট রায়দান স্থগিত রাখে হাইকোর্ট। মৌখিক ভাবে আয়কর দপ্তরকে চূড়ান্ত রায় ঘোষণা পর্যন্ত রাহুল, সনিয়া ও অস্কারের বিরুদ্ধ কোনও ধরনের দমনমূলক ব্যবস্থা নিতে নিষেধ করে হাইকোর্টের বেঞ্চ।
সনিয়ার তরফে আইনজীবী হিসাবে পি চিদম্বরম বলেছিলেন, অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতার মৌখিক বক্তব্যে তাঁর আস্থা আছে। মেহতা বলেছিলেন, কংগ্রেস নেতারা আয়কর দপ্তরের খারাপ উদ্দেশ্য আছে বলে অভিযোগ করলেও সে ব্যাপারে কোনও যুক্তি পেশ করেননি।
ন্যাশনাল হেরাল্ড মামলার ব্যাপারে নিম্ন আদালতে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর দায়ের করা ফৌজদারি অভিযোগ মামলায় তদন্তের সূত্রেই কংগ্রেস নেতাদের বিরুদ্ধে আয়কর সংক্রান্ত মামলা শুরু হয়। স্বামীর অভিযোগ, সনিয়া, রাহুল ও অন্যরা মাত্র ৫০ লক্ষ টাকা দিয়ে প্রতারণা, অর্থ নয়ছয়ের চক্রান্ত করেছিলেন। অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের কংগ্রেসের কাছে যে ৯০.২৫ কোটি টাকা ধার ছিল, মাত্র ৫০ লক্ষ টাকা দিয়ে সেই অর্থ পুনরুদ্ধারের অধিকার পেয়েছিল ইয়ং ইন্ডিয়া। অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটি চালাত। ২০১০ এর নভেম্বর ৫০ লক্ষ টাকা মূলধন নিয়ে শুরু হয় ইয়ং ইন্ডিয়া। তারা অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের প্রায় সব শেয়ার সংগ্রহ করেছিল। এভাবে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের ৯০ কোটি টাকা ঋণের মালিকানা পায় ইয়ং ইন্ডিয়া।
আয়কর দপ্তরের দাবি, ইয়ং ইন্ডিয়ায় রাহুলের যত শেয়ার আছে, সেগুলি থেকে তাঁর ১৫৪ কোটি টাকা আয় হবে, যদিও সেই আয়ের পরিমাণ আগে হিসাব করে প্রায় ৬৮ লক্ষ টাকা হবে বলা হয়েছিল। আয়কর দপ্তর ইতিমধ্যে ২০১১-১২ অ্যাসেসমেন্ট বর্ষের জন্য ২৪৯.১৫ কোটি টাকার ডিমান্ড নোটিস পাঠিয়েছে। তারা এই অভিযোগের তদন্ত করে যে, রাহুল গাঁধীরা তাঁদের শেয়ার নবগঠিত ইয়ং ইন্ডিয়ানে ট্রান্সফার করে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের সম্পত্তি নয়ছয় করেছেন।
ন্যাশনাল হেরাল্ড: ফের ২০১১-১২র আয়কর অ্যাসেসমেন্ট চ্যালেঞ্জ করে রাহুল, সনিয়ার পিটিশন খারিজ দিল্লি হাইকোর্টের
Web Desk, ABP Ananda
Updated at:
10 Sep 2018 07:59 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -