ভোটমুখী রাজস্থানের পর পেট্রল, ডিজেলে ২ টাকা ভ্যাট কমালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু
Web Desk, ABP Ananda
Updated at:
10 Sep 2018 06:16 PM (IST)
NEXT
PREV
অমরাবতী: রাজস্থানে আসন্ন বিধানসভা নির্বাচন মাথায় রেখে সোমবার বিরোধীদের ডাকা ভারত বনধের প্রাক্কালে রবিবারই পেট্রল, ডিজেলের ওপর ৪ শতাংশ ভ্যাট হ্রাস করেছেন রাজ্যের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। পেট্রলে ৩০ থেকে কমে ২৬ শতাংশ হচ্ছে ভ্যাট। ডিজেলের ওপর ভ্যাট ২২ থেকে কমে হচ্ছে ১৮ শতাংশ। ফলে পেট্রল, ডিজেলের দাম লিটারে আড়াই টাকা কমছে। তবে রাজস্থান সরকারের ২০০০ কোটি টাকা আয় কমবে।
এবার একই পথে হেঁটে দুই পেট্রপণ্যের লাগামছাড়া দামে রাশ টেনে ধরতে ২ টাকা ভ্যাট কমালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। বিধানসভায় একথা ঘোষণা করেন তিনি। জানান, বর্তমানে অন্ধ্র সরকার পেট্রল, ডিজেলে লিটারে ৪ টাকা ভ্যাট চাপায়।
তেলুগু দেশম পার্টি সভাপতি বলেন, নানা ধরনের লেভি, ডিভিডেন্ডের মাধ্যমে প্রচুর আয় হওয়া সত্ত্বেও পেট্রল, ডিজেলের দাম প্রচুর বাড়িয়ে সাধারণ মানুষের ওপর বিরাট বোঝা চাপাচ্ছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার বাজেট ঘাটতির সম্মু্খীন হওয়া সত্ত্বেও আমরা রাজ্যবাসীকে কিছুটা সুরাহা দিতে কর হ্রাসের সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে ১১২০ কোটি টাকা রাজস্ব হাতছাড়া হবে তাঁর সরকারের।
অমরাবতী: রাজস্থানে আসন্ন বিধানসভা নির্বাচন মাথায় রেখে সোমবার বিরোধীদের ডাকা ভারত বনধের প্রাক্কালে রবিবারই পেট্রল, ডিজেলের ওপর ৪ শতাংশ ভ্যাট হ্রাস করেছেন রাজ্যের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। পেট্রলে ৩০ থেকে কমে ২৬ শতাংশ হচ্ছে ভ্যাট। ডিজেলের ওপর ভ্যাট ২২ থেকে কমে হচ্ছে ১৮ শতাংশ। ফলে পেট্রল, ডিজেলের দাম লিটারে আড়াই টাকা কমছে। তবে রাজস্থান সরকারের ২০০০ কোটি টাকা আয় কমবে।
এবার একই পথে হেঁটে দুই পেট্রপণ্যের লাগামছাড়া দামে রাশ টেনে ধরতে ২ টাকা ভ্যাট কমালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। বিধানসভায় একথা ঘোষণা করেন তিনি। জানান, বর্তমানে অন্ধ্র সরকার পেট্রল, ডিজেলে লিটারে ৪ টাকা ভ্যাট চাপায়।
তেলুগু দেশম পার্টি সভাপতি বলেন, নানা ধরনের লেভি, ডিভিডেন্ডের মাধ্যমে প্রচুর আয় হওয়া সত্ত্বেও পেট্রল, ডিজেলের দাম প্রচুর বাড়িয়ে সাধারণ মানুষের ওপর বিরাট বোঝা চাপাচ্ছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার বাজেট ঘাটতির সম্মু্খীন হওয়া সত্ত্বেও আমরা রাজ্যবাসীকে কিছুটা সুরাহা দিতে কর হ্রাসের সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে ১১২০ কোটি টাকা রাজস্ব হাতছাড়া হবে তাঁর সরকারের।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -