নয়াদিল্লি: মুম্বই সন্ত্রাসের সময় তাজ হোটেল উদ্ধারের লড়াইতে তাঁর বুক ফুঁড়ে দিয়েছিল চার চারটে বুলেট। কিন্তু থেমে যাননি প্রাক্তন মেরিন কম্যান্ডো প্রবীণ তেওতিয়া। এখন তিনি ম্যারাথন দৌড়বীর। করোনার লড়াইয়ে ম্যারাথনে জেতা পদকগুলি নিলামে তুললেন তিনি।
ইতিমধ্যে ২টি পদক বিক্রি করে ২ লাখ টাকা তুলেছেন প্রবীণ, দান করেছেন পিএম-কেয়ার্সে। বাকি পদকগুলিও নিলামে তুলেছেন তিনি।
ভারতীয় নৌসেনার মার্কোস মেরিন কম্যান্ডো প্রবীণ তাজ হোটেল উদ্ধারে অপারেশন ব্ল্যাক টর্নেডো-য় অংশ নেন। বুকে চারটে গুলি লেগেছিল, ক্ষতিগ্রস্ত হয় বাঁ কান। তাঁকে শৌর্য চক্র সম্মানে ভূষিত করে ভারত সরকার। আজ তিনি ম্যারাথন দৌড়বীর, বিশ্বের নানা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ত্রাণ তহবিলে সাহায্য চাওয়ার পর তিনি তাঁর ৪০টি পদক অনলাইনে নিলামে তোলেন। ২টি পদক বিক্রি হয়েছে, এখন তিনি বাকিগুলি বিক্রির অপেক্ষায়। তাঁর কথায়, ২৬/১১-র বুলেটের আঘাত থেকে সেরে ওঠার পর এই পদকগুলি তিনি উপার্জন করেছেন নিজের ঘাম ও অশ্রুর বিনিময়ে। এগুলি তিনি দান করছেন, আশা করছেন, অন্যরাও এগিয়ে আসবেন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী করোনা যুদ্ধে অবদান রাখতে।
প্রবীণ বলেছে, তিনি বিশ্বাস করেন, এই যুদ্ধ আমাদের সকলকে মিলে লড়তে হবে। এই সময় কারও সমালোচনা নয়, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো জরুরি। একজন প্রাক্তন সেনা হিসেবে তিনি শিখেছেন, দেশকে কিছু ফিরিয়ে দিতে হবে। তিনি যে গ্রাম থেকে এসেছেন, তা ভারতকে ৩৯ জন শহিদ, ৮ জন স্বাধীনতা সংগ্রামী ও চৌধুরী চরণ সিংহের মত প্রাক্তন প্রধানমন্ত্রী দিয়েছে। তিনি চিকিৎসক নন, স্বাস্থ্যকর্মীও নন, তাই এই সঙ্কটে দেশের জন্য কিছু করতে চেয়েছেন নিজের মত করে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
করোনা-যুদ্ধে নিজের পদক নিলামে তুললেন ২৬/১১-র এই বীর যোদ্ধা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Apr 2020 10:00 AM (IST)
ইতিমধ্যে ২টি পদক বিক্রি করে ২ লাখ টাকা তুলেছেন প্রবীণ, দান করেছেন পিএম-কেয়ার্সে। বাকি পদকগুলিও নিলামে তুলেছেন তিনি।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -